মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

স্বপ্ন চুরি 

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ

২১ এপ্রিল, ২০২৩ , ১১:২৪ অপরাহ্ণ

কবিতা

আকাশ কাঁদলে লোকে আনন্দ পায়। ইলিশ ভাজে, খিচুরি চড়ায়। মান্না দে শুনে, কবিতার বই হাতে প্রেমিকারে খোঁজে। হয় বাজারী কবিতার উৎসব। সাথে ছবি আর সেলফির রঙঢঙ…

আকাশ কাঁদলে ঘর ভাঙে। ভেঙে যায় তিস্তার বাঁধ। পুকুর চুরি করে ক্ষেতের জমিন। ফসল ডুবে, কপাল পুড়ে।

আকাশ কাঁদে স্বপ্ন চুরি হলে। জানি পুকুর চুরির মামলায় কারোর ফাঁসি হয় না। তবে স্বপ্ন চুরির মামলার কি রায় হবে?