ঈদ এলে তাই কেনাকাটার
সবাই দেখে স্বপ্ন
ধনী গরিব নাই ভেদাভেদ
স্বপ্ন সবার জন্য।
কেউবা ব্যস্ত দিনেরাতে
কিনতে নতুন জামা
কেউবা পথে চেয়ে থাকে
আসবে কবে মামা!
দেশী বিদেশী কিনছে জামা
নামমিলা তার ভার
ভাবটা দেখে মনে হলো
সময় নেইকো আর!
গরিব ঘরে জন্ম যাদের
মামা, চাচাও নাই
চল না ভাই আমরা সবাই
তাদের পাশে যাই।
ঈদের খুশিটা সমান ভাবে
ফুটুক সবার মনে
গরিব দুখির হক আছে যে
তোমার সকল ধনে।
গরীবের হক নষ্টে যদি
হাসো তুমি সুখে
পরজগতে জীবন তোমার
কাঁদবে সদা দুঃখে!