স্বাধীনতার গল্প

শ্যামলী বিনতে আমজাদ

২৬ মার্চ, ২০২২ , ১১:৩৩ পূর্বাহ্ণ ; 407 Views

বারান্দাতে ঝুলছিলো এক পাখির খাঁচা,

ছটফটিয়ে সেই পাখিটা বলতো- বাঁচা।

পাখির মত এই জাতিটা ধৃত ছিলো,

অত্যাচারে ইচ্ছে গুলো মৃত ছিলো!

সব সুবিধা ঐ পাকি’রা করতো যে ভোগ,

জুলুমবাজি ছিলো তাদের রক্তেরই রোগ।

শত্রু বিনাশ করতে হলো যুদ্ধ শুরু,

প্রাণ হারালো মজুর-কুলি ছাত্র-গুরু।

অপেক্ষাতে যায় কেঁটে দিন বছর ঘোরে

মায়ের বুকে নিত্য আগুন হৃদয় পোড়ে । 

লড়াই করে স্বাধীন হল সোনার এ দেশ!

খাঁচার পাখি উড়ে গেল গল্পটা শেষ ।

Comments are closed.