মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

স্বাধীনতার পথ

রবীন জাকারিয়া

২৬ মার্চ, ২০২৩ , ৮:৪৩ অপরাহ্ণ

কবিতা

ভাষার জন্য রক্ত দিয়ে
বুঝেছি স্বাধীনতার স্বাদ
পশ্চিমাদের শোষণে বুঝেছি
ওদের করবোই বরবাদ৷
আসাদের শার্টের রক্ত লাল
সবুজ জমিনে ফেলে
তৈরি করে নতুন পতাকা
ধরণীতে ধরেছি মেলে৷
বিশ্ব সেদিন করেনি বিশ্বাস
তামাশা করেছে ভুলে৷
লাখো শহিদের রক্তে দিয়েছি
স্বাধীনতার পথ খুলে৷

রবীন জাকারিয়া
Latest posts by রবীন জাকারিয়া (see all)