স্বাধীনতা আজ বইয়ের পাতায়
কালো কালিতে লেখা
স্বাধীনতা আজ স্মৃতিসৌধে
নামের ফলকে দেখা।
স্বাধীনতা আজ উত্তাল মার্চ
কাব্য লেখার মাঝে
স্বাধীনতা আজ শহিদ মিনার
দিবস নিয়ে সাজে।
স্বাধীনতা আজ মুক্তিযোদ্ধার
অশ্রুজলে ভাসে
স্বাধীনতা আজ বীরাঙ্গনার
শূন্য দেহের লাশে।
স্বাধীনতা আজ গলার কাটা
পাক দোসরের কাছে
স্বাধীনতা আজ নিভু নিভু
তাই দেখে কেউ নাচে।
স্বাধীনতা আজ পাক শকুনের
ষড়যণ্ত্রের জালে
স্বাধীনতা আজ মুক্তি চায়
নব চেতনার পালে।