স্বাধীনতা 

হাই হাফিজ

২৬ মার্চ, ২০২২ , ১১:৩৯ পূর্বাহ্ণ ; 426 Views

স্বাধীনতার সফলতা

মাগো আমায় বল

দিনটি এলে শুধুই কেন

ফেলিস চোখের জল!

বছর বছর স্বাধীনতায়

আনন্দ উল্লাস!

তোর বুকে মা ব্যথার পাহাড়,

বলনা কী তুই চাস?

স্বাধীনতার অর্থ কি মা—

চোখের জলে ভাসা?

কারুর বুকে দুঃখ ব্যথা,

কিংবা কারুর হাসা!

মা কেঁদে কয়—

এই দিনে তোর ভাইয়া গেছে চলে, 

সেই শোকে তোর বাবাও গেল

আমায় একা ফেলে।

দুঃখ করে লাভ কী মা বল,

কেঁদেই বা কী হবে?

সব হৃদয়ে ভাইয়া আমার

অমর হয়েই রবে।

ভাইয়া গেছে, বিনিময়ে

পেলাম স্বাধীনতা,

সাম্যেরই আজ ঝাণ্ডা ওড়াই,

ভুলে সকল ব্যথা।

Comments are closed.