স্বাধীনতা

রেজাউল ইসলাম হাসু

২৬ মার্চ, ২০২২ , ১১:৩৬ পূর্বাহ্ণ ; 420 Views

স্বাধীনতা উড়ু–উড়ু শালিকের ডানা,

ঘোর আঁধারের মাঝে আবিরের দানা।

উদ্যমে বয়ে চলা নউকোর পাল,

কামারের ভাতি থেকে উদিত সকাল।

রূপালি স্বপ্ন-বিভোর দূর জেলেপাড়া,

অতল সাগর বুকে পথ খোঁজে যারা!

তাঁতের বুননে বাঁধা রূপকথা কতো,

ছোট্ট আদুরে বোন, মায়ের মতো।

সোনায় হাসানো মাঠ লাঙলের ফলা,

মাটি থেকে জেগে ওঠা কুমারের কলা।

রিকশা-প্যাডেলে নাচা জীবন-আনন্দ,

ঝরে পড়া নক্ষত্রের সাহসিক ছন্দ।

তোমার তুলিতে শিল্পী ছবি এঁকে যায়,

পাপিয়ার মতো প্রাণ খুলে গান গায়।

তোমাকে পেলেই ফোটে হাসির বকুল,

ঢেউয়ে ছলকে ওঠে নদীর দুকূল।

লিখতে নতুন সাধ কবিদের খাতা,

আমাদের স্বাধীনতা গউরব গাঁথা!

জীবন রাঙিয়ে লাল কিনেছি তোমায়,

স্বাধীন বাংলাদেশ দিয়েছো আমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *