কোনটে হালিমার মাও, টপ করি আয়, ব্যারে যায়ছোল জান
এখনা পানি দে, থো তোর খাওয়া পান
জ্যাঠ মাসি রইদ মাথার উপর, সহ্য করা যায়
কামলা, কিষষাণের কথা সবায় ভুলি যায়
না হইবেরে, হালিমার মাও, হামার ভাগ্যের পরিবর্তন
খাটি খাওয়া খাইবে যতদিন আছে এ জীবন
মংগা বোলে দ্যাশত নাই, না খেয়া মরে না লোক
ছমিরনটা না খাবার প্যায়া মরিল, দ্যাখে না কারো চোখ।
শকুনির চোখ, মরা গরু খোঁজে
হামার মতোন যায়, তামরা গুলা হামার দুঃখ বোঝে।
দ্যাশ স্বাধীন হবার পঞ্চাশ বছর হইল
এক শ্যাখ মুজিব ছাড়া হামার কথা কই কায় জোড় দিয়া কইল।