ফেসবুকের পাতা ভরে গেছে নিঃসঙ্গতার বাণীতে
আমি গভীর রাতে দুঃস্বপ্ন দেখি
আমার লাশের ওপর রক্তস্রোত বইছে,
এত মানুষ কি কখনো মারা গেছে?
আমি একটি দেশে জন্মেছিলাম
যে দেশের মানুষ রক্ত দিতে দিতে শিখেছে,
বেদনা আসলে স্বাধীনতার নাম;
লাল সবুজ পতাকা হাতে বলা যায়
আমরা আর মরবো না,
আমরা স্বাধীন জাতি
নিঃসঙ্গতা, দুঃস্বপ্ন আমাদের নয়।