মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

হৃদয়ে জ্বলুক সবুজ বাতি

প্রমথ রায়

২৬ মার্চ, ২০২৩ , ৮:৪৩ অপরাহ্ণ

কবিতা

ফেসবুকের পাতা ভরে গেছে নিঃসঙ্গতার বাণীতে
আমি গভীর রাতে দুঃস্বপ্ন দেখি
আমার লাশের ওপর রক্তস্রোত বইছে,
এত মানুষ কি কখনো মারা গেছে?

আমি একটি দেশে জন্মেছিলাম 
যে দেশের মানুষ রক্ত দিতে দিতে শিখেছে,
বেদনা আসলে স্বাধীনতার নাম;
লাল সবুজ পতাকা হাতে বলা যায়
আমরা আর মরবো না,
আমরা স্বাধীন জাতি
নিঃসঙ্গতা, দুঃস্বপ্ন আমাদের নয়।

প্রমথ রায়
Latest posts by প্রমথ রায় (see all)