খুশির বার্তা নিয়ে বছর ঘুরে ঈদ এসেছে,
শাওয়াল মাসের নতুন চাঁদ তাই হেসেছে,
একমাস সিয়াম সাধনার শেষ,
পবিত্রতার শুভ্র চাদরে মিশে,
ঈদ এলো রে,
আনন্দে চারদিক ভরে গেলো যে,
নতুন জামা নতুন জুতায় ছোটদের নানা বায়না,
বুজতে শেখার বয়সে সেই মজাটা আর হয় না,
চাঁদ রাতে মেহেদী রাঙা হাতে মেয়েরা প্রতীক্ষায় রয়,
নানান রকম মিষ্টান্ন খাবার বাসায় রান্না হয়,
নামাজ শেষে ছোটরা ব্যস্ত সালামি তোলায়,
তাদের আনন্দ কোলাহল যেন সব কষ্ট ভোলায়,
গরীব দুখীরাও ফিতরা যাকাত পায়,
একটু স্বস্তিতে তাদের ইদও কেটে যায়,
ঈদ সবার সুন্দর হোক সকল দ্বিধা কেটে যাক,
সকলের ইচ্ছে আকাঙ্খা গুলো পূর্ণতা পাক,
নতুন রঙে সুন্দর করে জীবন সাজাই,
সকলকে থেকে ঈদ মোবারক জানাই।