সাহিত্যে নোবেল-২০২১: আবদুল রাজাক গুরনাহ
তৃতীয় বিশ্বে জন্ম নেয়া একজন ঔপন্যাসিকের কারণেই শুধু নয় বরং তাঁর ঔপনিবেশিকতা এবং শরনার্থীদের জীবনের প্রতি যে গভীর মমত্ব এবং সেই মমত্বের বিচ্ছুরণ তাঁর লেখার ছত্রে ছত্রে পরিস্ফুটিত হয় তাই যেন আমাদের শ্রদ্ধা-ভালোবাসার জায়গা করে নিয়েছে। এই শ্রদ্ধাবোধ বৈশ্বিক বলেই তিনি জয় করেছেন বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মান সাহিত্যে নোবেল পদক।
(more…)