শুভ জন্মদিন, জাদুকর
বাংলা সাহিত্যে আলোচিত, সমালোচিত লেখকের নাম আসলে এসে যায় তাঁর নাম। হালকা, তরুণ-তরুণীদের টার্গেট করে আবেগী ভাষায় লেখা তাঁর উপন্যাসগুলো যতটা না উপন্যাস তার চেয়েও বেশি ছোটগল্প বলে দুর্নাম আছে। তবুও বইমেলায় তাঁর বই বিক্রি হতো হুহু করে। যেখানে অনেক দাপুটে লেখকের বই তিনশত কপি বিক্রি করতে ঘাম ছুটে যেত সেখানে তাঁর বইয়ের সংস্করণ হতো একাদশ, দ্বাদশতম। ভারতীয় উপন্যাসে বুঁদ হয়ে থাকা পাঠক শ্রেণিকে বাংলাদেশের বই পড়তে অভ্যস্ত করলেন তো তিনিই।
(more…)