জন্মদিন

জন্মদিন

মুগ্ধতা.কম

২০ মে, ২০২৩ , ৯:৩৮ পূর্বাহ্ণ

শুভ জন্মদিন, ফেরদৌস রহমান পলাশ

রংপুরের জনপ্রিয় লেখক ও চিকিৎসক ডা. ফেরদৌস রহমান পলাশের জন্মদিন আজ। কবিতা, গল্পসহ সাহিত্যের অনেক শাখায় তিনি লিখছেন। প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কবিতার বই ‘তুমি অন্য কারো ছাতিম ফুল’ এবং প্রথম উপন্যাস ‘নির্জন স্বাক্ষর’। এছাড়া চিকিৎসা বিষয়ক দুটি বই প্রকাশিত হয়েছে: ‘নবজাতক ও শিশুর যত্ন’ এবং “Ward Management of Common Pediatrics Problem.”

এখন একাধিক উপন্যাস লেখার কাজে হাত দিয়েছেন প্রতিভাধর এই লেখক। ঘুরতে ভালোবাসেন। সহজ ভঙ্গিতে লেখার জন্য তিনি পরিচিত। জীবনকেও তিনি সহজভাবেই নিতে চান।  প্রিয় মানুষগুলোর দেওয়া সামান্য আঘাত কষ্ট দেয় সংবেদনশীল এই মানুষটিকে। নিজেকে জাহির করতে একদমই পছন্দ করেন না। পড়তে খুব ভালোবাসেন। বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনে জড়িত আছেন। অনলাইন ম্যাগাজিন মুগ্ধতা ডট কমের তিনি উপদেষ্টা সম্পাদক।

সবার প্রিয় এই মানুষটির জন্ম ২০ মে, ১৯৭৫ খ্রিষ্টাব্দে রংপুর শহরে নানা বাড়িতে। পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ। 

জন্মদিনে ডা. ফেরদৌস রহমান পলাশের প্রতি অজস্র শুভকামনা রইল। 

ফেরদৌস রহমান পলাশের কবিতা

জলঢাকা

মাটির রং ঠিক ঘিয়েও না আবার সাদাও না। এমনও হয় নাকি? অথচ এমন মাটির পথ দিয়েই তো হেঁটে যাচ্ছি। শালবন, মেঠো পথের দুধারে কত নাম না জানা ঝোপঝাড়। বুনোফুল, একটা দুটো প্রজাপতি উড়ছে ইতিউতি। বাতাসে জলের ঘ্রাণ। সামনে তোমার শরীরের মতো নদী। নদীর নাম জলঢাকা।

সংযম 

একদিন আমার খুব অভিমান হবে। সেদিন ফোন বের করেও ফোন দেবো না। তোমার কন্ঠস্বর শোনার আকুলতাকে গলা টিপে মেরে ফেলবো। আমাকে সন্ধ্যা বেলা তুলসীতলায় ডাকলেও যাব না। তোমার উলুধ্বনি এড়িয়ে যাব হেডফোনে অনুপম শুনে। কোনদিকে না তাকিয়ে সোজা হেঁটে যাব।  লিখবো না হাবিজাবি। জগৎশেঠ হবার চেষ্টা করবো। দেখো একদিন আমি ঠিক নিজেই নিজেকে জিতিয়ে দেবো।

বাবা

বাবা কবুতর ভালোবাসেন আর আমি মানুষ,

কবুতরপ্রেমি বাবা কবুতরের ছানাকে খাওয়াতেন নিজ হাতে। তারপর উড়িয়ে দিতেন।

আমি ভয়ে ভয়ে বলতাম, আর যদি না আসে?

বাবা হেসে বলতেন, যতœ করেছি,আসবে ফিরে।

আমাদের বাসায় এখন আঠারোটি কবুতর।

শুধু এখন জানি মানুষ ফেরে না,যতœ করলেও

পথে তাদের দেখা হয়ে যায় অন্য কারো সাথে। মানুষ বড়ই সামাজিক জীব।

মা

আপনি ঘুমিয়ে,

নিঃসঙ্গ ছায়াপথে আপনি

কোনকিছুতেই কিছু যায় আসে না

ঘুমের ঘোরে আপনি

পাশ ফিরলেন মায়ের দিকে,

আপনার শরীরে মায়ের হাত

মমতায় ছোঁয়া যেন হাজরে আসওয়াদ,

আপনি স্বপ্ন দেখছেন আপনার মেয়েবেলা

স্কুল থেকে ফিরলেন বেণী দুলিয়ে

বাবা আপনার ফ্রক ধুয়ে দিচ্ছেন কলপারে।

মা উনুনে চড়িয়েছে ভাত।

আপনি মায়ের পিঠে মুখ গুঁজে

এমন কবরের ঘুম,

পাশের ঘরের শিশুটা কেঁদে উঠলো

আপনি চমকে মায়ের বুকে মুখ রাখলেন।

আপনার নাকে মায়ের দুধের গন্ধ

আপনি ঘুমের ঘোরে ঠোঁট নাড়ালেন

আপনার তেষ্টা পেয়েছে

আপনি এখন জেগে উঠবেন

মা চলে যাবে

আপনি দুয়ারে দাঁড়িয়ে মাকে বিদায় জানাবেন

আপনি মা হয়ে এ সংসার সামলাবেন।

তোমার প্রেমিক

সব দোষেতে দোষী আমি

স্বীকার করি-

তবে, তুমিও কেন আঁকলে বলো

কপাল জুড়ে অমন ছবি।

পরলে কেন যতœ করে

অমন সাধের নাকছাবিটি।

আমার কি আর সাধ্য আছে

কাব্য করি, তোমায় নিয়ে?

কাব্য করুক, তোমার প্রেমিক।

হাজার খানেক পদ্য লিখুক

তোমায় নিয়ে

আর যদি সে না পারে তা

তবে সে তোমার

কেমন প্রেমিক?

আত্মপক্ষ সমর্থন

এখানে সূর্যের আলো আসে না। শুয়োরের মতো গাদাগাদি করে থাকি। যে পাহারাদার মোতালেব টিপ্পনী কাটে বিপ্লবী বলে চোখ টিপে দিয়ে,

আজ সে নরম স্বরে বললো আপনাকে দেখতে এসেছে। আমার কৃষক বাবা, যিনি কিনা শহরে তেমন আসেনই না আজ এসেছেন আমাকে দেখতে,

পরনে সাদা পাজামা-পাঞ্জাবি চোখে হতাশা।

আমার শিক্ষক বোন, যে আজীবন সততার বীজ বপন করে চলছে।

আর প্রিয়তমা তুমি, রায় হলে আমার ফাঁসি হবে নিশ্চিত। সবাই বললো তুমি অপরাধ স্বীকার করো, যারা অপরাধ স্বীকার করে তাদের ফাঁসী হয় না। আমি তাকালাম তোমার চোখের দিকে। আমার চোখে চোখ রেখে তুমি দীপ্ত কন্ঠে বললে, বিপ্লবীরা কখনও অপরাধ করে না।

জন্মদিন

জন্মদিনে বৃষ্টি পড়ে

টুপ।

জন্মদিন মহিপুরে

ডুব।

জন্মদিনে জন্ম জারুল

ফুল।

জন্মদিনে রিকসা করে

ঘুর।

জন্মদিনে কেনা হলো

নাকফুল।

[কবিতাগুলো নেওয়া হয়েছে সম্প্রতি চন্দ্রবিন্দু থেকে প্রকাশিত কবিতার বই ‘তুমি অন্য কারো ছাতিম ফুল’ থেকে]

শুভ জন্মদিন, ফেরদৌস রহমান পলাশ

ডা.ফেরদৌস রহমান পলাশ

২৭ আগস্ট, ২০২১ , ৪:৩৮ অপরাহ্ণ

একজন মজনুর রহমান

কবিতা নিয়ে তাঁর ছোটাছুটি

কোন পরিচয়ে পরিচিত হতে চান তিনি? একাধারে কবি,সম্পাদক, ইতিহাস বিষয়ক সাংবাদিকতা,ভ্রমণ কাহিনী লিপিকার। সব খানেই সমান দক্ষ। তবে গভীর জীবনবোধ থেকেই কবির জন্ম বিধায় তাঁকে আমার এ সময়ের কবি মনে হয়। একসময় কবিতা লিখেছেন, দুহাত খুলে। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তা প্রকাশিতও হয়েছে নিয়মিত। লিখেছেন বাংলা একাডেমির পত্রিকা উত্তরাধিকারে। তবে প্রকাশিত কাব্যগ্রন্থ এখন পর্যন্ত একটি। মার্চ ২০১৭ সালে পাতা প্রকাশ থেকে প্রকাশিত হয়,’বেমানান বায়োস্কোপ’, রংপুরে যারা লেখালেখি করেন তাদের থেকে একটু বিপরীত স্রোতে লেখা এক কবিতার বই। প্রায় সব কবিতাই পাঠ করে আরাম। সমসাময়িক অনেকের কবিতা যখন বুঝতেই পারি না সেখানে তিনি অনেকটাই ঘরের ছেলে।

ভ্রমণ এবং চা পিপাসু ব্যক্তিটি প্রায়শই কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেড়িয়ে পড়েন দলবল নিয়ে। একলা না সবাইকে নিয়ে চলার দীক্ষায় দীক্ষিত কবির কাঁধে সব চাপিয়ে আমিও ভ্রমণসঙ্গী হয়েছিলাম কয়েকবার। সম্পাদনা করা একটি জটিল এবং অন্যের শত্রু হবার স্থান,সেখানেও তিনি শুরু করেছেন মুগ্ধতা ডট কম নামক অনলাইন ম্যাগাজিন। আছে বাংলাবাড়ি নামক সম্পাদনা প্রতিষ্ঠান। রংপুরের নবীন-প্রবীন লেখকদের পান্ডুলিপি সম্পাদনা করে নজর কেড়েছেন বোদ্ধাদের। তরুণ সাহিত্যিকদের মদদদাতা হিসেবেও তার নাম লোকমুখে শোনা যায়। তা মন্দ না তবে অনেকসময় অতিরিক্ত প্রশ্রয় চোখেও পড়ে। তাঁর কবিতা যে অন্যরকম তা মনোযোগ দিয়ে এ কবিতা পড়লেই বুঝবেন-

“কোথায় দাঁড়াব আমি

সবখানে নদী,

নদীর ধারে মানুষ আর মানুষের পাশে নদী,

শহরের বুকে সন্ধ্যা আর সন্ধ্যার বুকে কথা,

কোথায় দাঁড়াব একা

সবখানে জল,

জলের বুকে জোছনা আর জোছনার মাঠে বাঁশি, কোথায় পালাব আমি জল জোছনা দুঃখের পৃথিবীতে। ”

(বেমানান বায়োস্কোপ)

বইবাড়ির পরিচালক,রংপুর বিভাগীয় লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাহিত্য সম্পাদক,কবি মজনুর রহমানের জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

ডা.ফেরদৌস রহমান পলাশ
কবি ও চিকিৎসক

কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন

মুগ্ধতা.কম

২৭ আগস্ট, ২০২১ , ১২:৪৮ অপরাহ্ণ

কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন

কবি মজনুর রহমান। সমসাময়িক সময়ে আধুনিক কবিতায় যাদের লেখা পাঠকে আবিষ্ট করে রাখে তাদের মধ্যে অন্যতম তিনি। “বেমানান বায়োস্কোপ” তার একমাত্র কাব্যগ্রন্থ।

কবির জন্ম ১৯৮৪ সালে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়।  বাবা মকসুদার রহমান, মা মরিয়ম বেগম। সহধর্মিনী ঘুমাইয়া আক্তার সুমী এবং পুত্র আয়ান ইশরাক আল মু’আজকে নিয়ে তাদের সুখের সংসার।

বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর করা এই কবি সম্পাদনা করেছেন চর্চাপদ। যুগের সাথে তাল মিলিয়ে সম্পাদনা করছেন ওয়েব ম্যাগাজিন মুগ্ধতা ডট কম। বাংলা চর্চাকে প্রসারিত করার জন্য  প্রতিষ্ঠা করেছেন বাংলাবাড়ি। পাণ্ডুলিপি সম্পাদনা ছাড়াও ক্লাস নিচ্ছেন অনলাইন এবং অফলাইনে। বন্ধুদের সাথে সম্মিলিত ভাবে প্রতিষ্ঠা করেছেন বইবাড়ি যা উত্তরবঙ্গের লেখক ও পাঠকদের মিলনমেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আজকে কবির জন্মদিন। জন্মদিন উপলক্ষে তার কবিতা, প্রিয়জনদের শুভেচ্ছা এবং তার পুরোনো স্মৃতিকে ছবির মাধ্যমে উপস্থাপন করা হলো।

বিশেষ এই সংখ্যাটির তত্ত্বাবধানে ছিলেন উপদেষ্টা সম্পাদক ফেরদৌস রহমান পলাশ। সম্পাদনায় সহকারী সম্পাদক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ এবং নির্বাহী সম্পাদক রেদওয়ান শুভ।

একজন মজনুর রহমান

কবিতা নিয়ে তাঁর ছোটাছুটি

একজন মজনুর রহমান

কোন পরিচয়ে পরিচিত হতে চান তিনি? একাধারে কবি,সম্পাদক, ইতিহাস বিষয়ক সাংবাদিকতা,ভ্রমণ কাহিনী লিপিকার। সব খানেই সমান দক্ষ। তবে গভীর জীবনবোধ থেকেই কবির জন্ম বিধায় তাঁকে আমার এ সময়ের কবি মনে হয়। একসময় কবিতা লিখেছেন, দুহাত খুলে। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তা প্রকাশিতও হয়েছে নিয়মিত। লিখেছেন বাংলা একাডেমির পত্রিকা উত্তরাধিকারে। তবে প্রকাশিত কাব্যগ্রন্থ এখন পর্যন্ত একটি। মার্চ ২০১৭ সালে পাতা প্রকাশ থেকে প্রকাশিত হয়,’বেমানান বায়োস্কোপ’, রংপুরে যারা লেখালেখি করেন তাদের থেকে একটু বিপরীত স্রোতে লেখা এক কবিতার বই। প্রায় সব কবিতাই পাঠ করে আরাম। সমসাময়িক অনেকের কবিতা যখন বুঝতেই পারি না সেখানে তিনি অনেকটাই ঘরের ছেলে।ভ্রমণ এবং চা পিপাসু ব্যক্তিটি প্রায়শই কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেড়িয়ে পড়েন দলবল নিয়ে। একলা না সবাইকে নিয়ে চলার দীক্ষায় দীক্ষিত কবির কাঁধে সব চাপিয়ে আমিও ভ্রমণসঙ্গী হয়েছিলাম কয়েকবার। সম্পাদনা করা একটি জটিল এবং অন্যের শত্রু হবার স্থান,সেখানেও তিনি শুরু করেছেন মুগ্ধতা ডট কম নামক অনলাইন ম্যাগাজিন। আছে বাংলাবাড়ি নামক সম্পাদনা প্রতিষ্ঠান। রংপুরের নবীন-প্রবীন লেখকদের পান্ডুলিপি সম্পাদনা করে নজর কেড়েছেন বোদ্ধাদের। তরুণ সাহিত্যিকদের মদদদাতা হিসেবেও তার নাম লোকমুখে শোনা যায়। তা মন্দ না তবে অনেকসময় অতিরিক্ত প্রশ্রয় চোখেও পড়ে। তাঁর কবিতা যে অন্যরকম তা মনোযোগ দিয়ে এ কবিতা পড়লেই বুঝবেন-

“কোথায় দাঁড়াব আমি

সবখানে নদী,

নদীর ধারে মানুষ আর মানুষের পাশে নদী,

শহরের বুকে সন্ধ্যা আর সন্ধ্যার বুকে কথা,

কোথায় দাঁড়াব একা

সবখানে জল,

জলের বুকে জোছনা আর জোছনার মাঠে বাঁশি, কোথায় পালাব আমি জল জোছনা দুঃখের পৃথিবীতে। ”

(বেমানান বায়োস্কোপ)

বইবাড়ির পরিচালক,রংপুর বিভাগীয় লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাহিত্য সম্পাদক,কবি মজনুর রহমানের জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

ডা.ফেরদৌস রহমান পলাশ
কবি ও চিকিৎসক

নির্বাচিত কবিতা

মানুষটা

পাখির পরে পাখি সাজাতে সাজাতে মানুষটা অসুস্থ হয়ে পড়েছে-

একদিকে সাজিয়ে রাখছে অন্যদিকে উড়ে যাচ্ছে,

দেখতে ভালো লাগছে অথচ বড়ো ক্লান্ত লাগছে,

মানুষটা সুস্থ হয়ে উঠতে চাইছে, ওদিকে পাখিগুলো থাকছে না।

 

আগে মেঘ সাজাতে গেলেও ভেঙে পড়ত,

ঘরের দুয়ারে আগত ফেরিওয়ালাকেও আটকে রাখা যেত না

একদিকে সদাই করলে অন্যদিকে দোকানি পালিয়ে যেত-

নানাদিকে চেষ্টা করে কিছুই যখন করতে পারা যাচ্ছে না

তখন মানুষটা অশ্রু সাজাতে বসছে।

ব্যক্তিত্ব ফেটে পড়া

কোনও এক অজ্ঞাত কারণে ব্যক্তিত্ব ফেটে গেছে। সকালের নরম রোদে এই ঘটনা ঘটে। অন্য দশদিনের মতোই মন দিয়ে সংসার করছিলাম। সংসার করা শেষে অফিসে যাচ্ছিলাম। অফিসে যাবার পথে রাস্তায় হাঁটছিলাম। মাঝে মধ্যে রিকসার সাথে দরদাম করছিলাম। তারপর বাসে ঝুলে অফিসে পৌঁছেছিলাম। বসের রুমে যাবার পথে দেখি ফেটে বেরিয়ে আছে ব্যক্তিত্ব। টসটসে ডালিমের মতো আকর্ষণীয় কিন্তু চৌচির। কখন ফেটেছে বুঝতে পারি না। সংসারে রাস্তায় বাসে নাকি অফিসে ফেটেছে তাও জানি না। এমনকি সেই সকালে রোদও ছিল বড় নরম।

এরপর ফেটে পড়া ব্যক্তিত্ব নিয়েই আমি বসের রুমে যেতে থাকি।

জাদুকর

একদিন এক জাদুর আসরে দাঁড়িয়ে  ছিলাম। জাদুকর একটা ফুঁ দিয়ে আমার হাতে থাকা গোলাপকে কাঁটা বানিয়ে দিলো। প্রথম প্রথম খুব মুগ্ধ হলাম। আশ্চর্য, একটা ফুঁয়েই আস্ত গোলাপ কাঁটা! এরপর সেই আসরেই দম বন্ধ হয়ে জাদুকর মরে গেলো। গোলাপ ফিরিয়ে আনার মন্ত্র আর জানা হলো না। শহরসুদ্ধ মানুষ আমার দিকে করুণার চোখে তাকায়, আহা, লোকটার বুকের মধ্যে কাঁটা!

সাতটি বছর, মরে যাওয়া জাদুকর আমার কাছেই ঋণী।

এই শহরে-৫

এই শহরের কুয়াশারা ঢের হয়েছে অনেক জমা,

হঠাৎ আমায় ডেকে পাঠায় এক টিকেটে দুই সিনেমা

মারবেলে আর কী বা ছিল ঘুরে ঘুরে একই ছায়া,

ফের দিয়েছে চায়ের দোকান টাউন হলের বকুল ভায়া।

আসতে হবে জ্যাম গলিয়ে মনদমোহন আবার পড়া

এই শহরের কিশোরীরা আবার দেখো কাটছে ছড়া,

 

জুতোর ফিতে বাঁধতে গিয়ে আড়চোখে সে তাকাচ্ছে ফের

আবার চলো ঘুরে আসি ভ্রমণ-গমন হলোই তো ঢের।

বাবার জ্বর

যদিও বাবা সেদিন মদ-টদ খেয়ে এসে আম্মাকে মেরেছেন। আমরা কেঁদেছি বলে আমাদেরও থাপ্পড়ে লাল করেছেন। যদিও তাঁর চিৎকারে সেদিন সমস্ত পাড়া ঘেন্নায় ছি ছি করে উঠেছিল। তবুও সেদিন বাবার গায়ে জ্বর ছিল। আমরা বাবার জ্বর নিয়ে উদ্বিগ্ন ছিলাম।

জ্বরগ্রস্ত পিতা আর বৃষ্টিভেজা গ্রামকে বাড়িতে রেখে রঙিন শহরে চলে এসেছি। এই শহরে আমি বহুদিন বৃষ্টিতে ভিজেছি। তবু পরীক্ষায় না আসা মুখস্থ রচনার মতো শহর আমাকে বারবার গ্রামে পাঠিয়ে দেয়। শহর আমার মুখস্থ ‘বর্ষাকাল’, গ্রাম হলো আব্বার জ্বর।

আব্বার সাইকেল

আমার আব্বার একটা হিরো বাইসাইকেল ছিলো। হিরো সাইকেল আর এভারেডি টর্চ থাকা তখন মর্যাদার ব্যাপার ছিলো। আব্বার মতো মর্যাদায় উঠতে গিয়ে আমি অবশ্য রাস্তায় পড়ে যেতাম। কেননা অত উঁচু মর্যাদার উপর থেকে প্যাডেল ধরা যেত না। ফলে মর্যাদাসহ উল্টে থাকতাম। তখন লোকেরা ধরাধরি করে মর্যাদার ভিতর থেকে আমাকে উদ্ধার করতো। আব্বা পরে একটা চড় দিয়ে বলতো, অত বড় সাইকেল তুই চালাতে পারিস? তোকে আরও বড় হওয়া লাগবে না?

মা

বেনোজলে ভেসে গেছে সমস্তটা ক্ষেত

এইবারও থেকে গেল সব ধার-দেনা

জঠরে যাতনা বড় কী যে হবে কেনা

দরোজাতে ঝুলে আছে অভাবের প্রেত।

বাবার ব্যবসা আর বোনেদের পাঠ

পড়েছে কঠিন দায়ে চলেই না আর

ছিঁড়েছে গায়ের জামা-কঠিন সংসার

বেনোজলে সুখ গেছে, চুকিয়েছে পাট।

 

এসেছে মায়ের চিঠি, বাবা ভালো আছি

সবকিছু ঠিক আছে খুব বাঁচা বাঁচি,

চাকুরি জোটেনি বলে হয়ো না হতাশ

খুব যদি ব্যথা বাজে দেখিও আকাশ,

কিছু টাকা পাঠালাম যতটুকু ছিলো

বাঁচতে বাঁচাতে শিখো, খুব থেকো ভালো।

টেলিফোন

আপনাকে বলা হচ্ছে না

আপনি ভুল করে বৃষ্টি ফেলে গেছেন আমাদের বাড়িতে,

ফেরত দেবো দেবো করেও ওদিকে যাওয়া হচ্ছে না।

বাড়িতে অনেক কাজ,

পোষা মেঘগুলো বাচ্চা দিতে শুরু করেছে

গ্রাম থেকে অসুস্থ ঝড়েরা আসে ডাক্তার দেখাতে

দুটো অসুস্থ নদী বিছানায় পড়ে আছে

তাদের সবাইকে সামলাতে হয় একা।

 

এদিকে আমাদের বুড়ো পাহাড়টা প্রতিবেশীর চাঁদকে আছাড় মেরেছে

সেই প্রতিবেশী মামলা করেছে

মামলার কাজে মাঝে মাঝে আকাশে ছুটতে হয়।

 

তবু সময় করে আপনার বৃষ্টিকে নাওয়া-খাওয়া করাচ্ছি

উঠানে ছেড়ে দিলে ওরা মেঘের বাচ্চাদের সাথে খেলে,

দেখতে বড় ভালো লাগে

একেক সময় মনে হয়, রেখে দিই।

উপহার

তার হাতে চাঁদ সূর্যসহ একটা আকাশ তুলে দেবো বলে আকাশে আকাশে ঘুরি। সামান্য একটা আকাশ ছাড়া আমার কাছে আর কিছুই চায়নি সে। প্রতিটি বিষণ্ন বিকেলে আকাশের দিকে তাকিয়ে সে আমাকে ডাকে। তাকে আকাশ দেবো বলে আমি আকাশে আকাশে ঘুরি।

রান্নাঘর

রান্নার সামগ্রী নিয়ে একদম ভাববেন না,

আপনার দরজায় হাজির হয়েছি আমি

আমার ভেতরে খুঁজে দেখুন-

লবণ আছে দুই চোখের ভেতরে

বুকের বাম দিকে ছুরি, চাকু এইসব,

পেটের দিকটায় রাখা আছে থালা আর বাটি।

হাতের আঙুলে কাঁটাচামুচ সাজানো, দেখুন

মুখের ভেতরে আছে ফুড কালার।

 

আরও কিছু লাগবে?

মস্তিষ্কের ডানে আছে রান্নার রেসিপি

আপনার চুলাটি সাজানো আছে বুকের ভেতর,

শুধু আগুন হাতে এগিয়ে আসুন

আমাকে কাটুন, থরে থরে সাজানো আছি আমি

দরকারি জিনিসটি নিন,

আমাকে রেঁধে ফেলুন ঝটপট।

ভয়

রাত বাড়ে আর বাড়ে আমার

বুড়ো হবার ভয়

চক্ষু আমার আটকে রাখে

হাজার রকম ক্ষয়।

 

একটা ক্ষয়ে তারা ফোটে

অন্যটাতে জ্বর

আকাশজুড়ে ফুটছে এখন

মুহুর্মুহু ঝড়।

 

ঝড়ের পরে ঝড়ের আগে

নয়ন ভেজায় কে

ওই যে দেখো আকাশ থেকে

খবর এসেছে।

ফেরিঅলা

সাইকেলে করে সমুদ্র এসেছে

লবণের ফেরিঅলা,

আমাদের লবণ লাগবে কি না

দরজার কাছে দাঁড়িয়ে জানতে চায়।

 

আজকাল ফেরিঅলার উপদ্রব বেড়েছে,

মেঘ আসছে পানি বেচতে

চাঁদ আসছে আলো নিয়ে,

যখন তখন বাড়ির কাছে এসে হাঁক ছাড়ে।

 

গতকাল এক মরুভূমি এসেছিল বালু বেচতে

মাকে জিজ্ঞেস করলাম লাগবে কি না,

মা জানালেন, এগুলো হাইব্রিড বালু

চোখে দিলে ব্যথা বেশি হয়।

মন খারাপ

প্রখর রোদেও দুপুরের যানজটের ভেতর থেকে

বেরিয়ে আসছে একেকটা মন খারাপ,

ওরা কী করে পারে কে জানে।

 

এত ব্যস্ততা এতটা ছোটাছুটি

তবু ঘাস থেকে শিশির খসলেই

ভেঙে যাচ্ছে চোখের সামনে আয়না,

 

দোকান বন্ধ করছি শাটারের শব্দ

বাইরে গাড়ির হর্ণ, পাশের দোকানে আইটেম গান

সব ছাপিয়ে মড়াৎ করে উঠছে অতীত ভাঙার শব্দ।

 

হাতের ভেতরে স্থির হয়ে আছে সংসারের বরফ

তবু ছলকে উঠছে চোখের তরল, কোথাও মা কাঁদছে

কোথাও স্ত্রী হাঁপাচ্ছে, সন্তান বাবা বলে দৌড়াচ্ছে-

 

ওরা কী করে এতটা পারে কে জানে

কাউকে বলে কয়ে আসে না, বিদায় নিয়ে যায় না

এক ফাঁকে ঘরে ঢুকে ভাঙা কাচ মুখে পুরে নেয়।

ঋণ

ঋণ বলতে আমি অর্থঋণকেই বোঝাচ্ছি

এর পাশে বৃষ্টির দিকে সিথান করে শোবো এমন ঋণ নাই।

একেকটা সিথানের নিচে জমে আছে দেনার খাতা,

গন্ধ আসছে পুড়ে যাচ্ছে চুলসহ মাথা

দরোজার কড়া নড়ছে

কেঁপে উঠছে দেনাদার হৃৎপিণ্ড-

এসবই আক্ষরিক ঋণের শব্দ ঘোড়ার ক্ষুরের মতো।

 

এছাড়া বৃষ্টির কাছে আমি কিছু ধার করি নি

যার জন্যে ভিখারির মতো হাত পেতে রইবো জানালার পাশে।

মহৎ কবিতা

একটা মহৎ কবিতা রাস্তায় পড়ে আছে

দেহের বিভিন্ন অংশ খুঁটে খেয়ে গেছে কারা,

গড়ানো রক্ত শুকিয়ে মানচিত্রের মত হয়েছে

দেহ থেকে অচেনা গন্ধ বাতাসে ছড়াচ্ছে।

 

সকালে পুলিশ এসে দেহটাকে নিয়ে গেল

রক্তের জায়গাটাকে ঘিরে দিয়ে গেল,

বলে গেল কাটা দেহটা আবার কাটা হবে

যে মরেছে তার দেহেই লেখা আছে মৃত্যুর কারণ,

 

তখন আমরা জানলাম, মহৎ কবিতা মরে গেছে,

কেন মরেছে সেটা পুলিশ আমাদের জানিয়ে দেবে।

তারুণদের শুভেচ্ছা বার্তা

তরুণদের মনে ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বোধের জায়গাটা সবসময়ই তুঙ্গে থাকে।  নির্মোহ এই ভালোবাসা জানিয়ে সাজানো হয়েছে তারুণ্যের শুভেচ্ছা বার্তা।

 

যার কবিতা পড়ে অবাক হই, তাঁর নাম কবি মজনুর রহমান!

শুভ জন্মদিন প্রিয় কবি

মিকদাদ মুগ্ধ 

 

ভাই,

জীবন,দর্শন আর মৃত্যু যখন কালো অক্ষর হয়ে সাদা কাগজে হাসে-

আমি তখন মজনুর রহমানকে পড়তে পারি।

অনিরুদ্ধ সরকার প্রথম

 

মজনুর ভাই আপনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা।

আপনি আমাদের জন্য অনুপ্রেরণা_  আর আপনার বায়স্কোপ এর নেশায় আমায় ছাড়ে না।

আহসান লাবিব 

 

‘ম” তে মিষ্টি ‘ম’ তে মুগ্ধতা!ভাবছেন এমন দুই “ম’কই পাবেন!

এই রহস‍্যের সমাধানে আপনার দারস্থ হতে হবে অন‍্য আর এক ‘ম’এর কাছে!

‘ম’তেই নাম তার!হুম

ঠিকই ধরেছেন তিনি আমাদের মজনুর ভাই!

খুবই সাধারণ একজন অথচ অসাধারণ!সিম্পেলের মধ‍্যে গর্জিয়াসের যেন চলন্ত উদাহরণ!

জন্মতারিখে বলতে চাই সুখে থাকুন মজনুর ভাই!অবশ‍্য আপনি না চাইলে ও সুখ আপনাকে ছাড়বে না!আপনি যে নিজেই অনেকগুলোর মুখের হাসির কারণ!

তানভির তাকি 

 

বইবাড়ির সৌজন্যে যাদের সাথে পরিচয় হবার পর সম্পর্ক গভীর হয়েছে তাদের অন্যতম কবি ও সম্পাদক মজনুর রহমান ভাই। কবির আন্তরিকতা, স্নেহ এবং খুব অল্প সময়ের মাঝেই ঘনিষ্ঠ হতে পেরেছি। এতে যেমন লেখালেখির  বিষয়ে সুবিধা হয়েছে তেমনই বড় ভাই হিসেবে আবদার করবার অধিকারও অর্জন হয়েছে।

স্বকীয়তা এবং বৈচিত্র্যময় লেখা যেমন সুনিপুণ অবয়বে ফুটিয়ে তুলেন তেমনিভাবে কবিতার গভীরতা মুগ্ধ করে পাঠকমন কে। সেজন্য তিনি অন্যদের চেয়ে আলাদা। বেমানান বায়স্কোপ তারই প্রতিফলন।বইতে বইমেলায় খুঁজে না পেলেও বইবাড়িতে গিয়ে ঠিকই খুঁজে পেয়েছিলাম।

কবিতার পাশাপাশি কোনকিছুর নাম, শ্লোগান দেয়ার বিষয়ে তিনি খুব পটু। সেইসাথে সম্পদনার কাজটাও খুব ধৈর্য আর খুঁটিয়ে খুঁটিয়ে স্বচ্ছতার সাথে করে থাকেন।

ব্যক্তি মজনুর রহমান খুব মিশুক মনের মানুষ। তাই ওনার অগ্রজ এবং অনুজরা খুব পছন্দ করে থাকেন।এটাও একটা সফলতা মানুষের জীবনে।

কবি মজনুর রহমান ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আরো সুন্দর সুন্দর কবিতা উপহারের মাধ্যমে বেঁচে থাকুন আমাদের মাঝে।

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

স্মৃতিচিত্র

কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন
কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন

কবি মজনুর রহমান এর জন্মদিনে বিশেষ আয়োজন

মুগ্ধতা.কম

১৮ আগস্ট, ২০২১ , ১০:৪৯ অপরাহ্ণ

বহুমুখী প্রতিভার অধিকারী কবি ও সাংবাদিক জাকির আহমদ


বাংলাদেশের রংপুরের কবি, সংগঠক ও সাংবাদিক জাকির আহমদের জন্মদিনে কোলকাতা থেকে লিখেছেন আরেকজন কবি ও সাংবাদিক শুভদীপ রায়

নম্র, মৃদুভাষী এবং সুসংগঠক কবি ও সাংবাদিক জাকির আহমদ আরও একটি বসন্ত সংযুক্ত করলেন জীবন পাণ্ডুলিপিতে । অতিমারির এই করালগ্রাসে থমকে থাকা স্বাভাবিক জীবনের ছন্দ, ফলে আনুষ্ঠানিকভাবে তার জন্মদিন পালন না করতে পেরে সামাজিক মাধ্যমে আফসোস প্রকাশ করেছেন শুভাকাঙ্ক্ষী গুণমুগ্ধরা।

সংগঠক হিসাবে তিনি আন্তরিক এবং সময়নিষ্ঠ, দায়িত্বপরায়ণ। তার সঙ্গে কাটানো মুহূর্ত এবং কর্মসহযোগী মনোভাব বারবার বিশেষ বার্তা বহন করে। নম্র থাকতেই হয় তার হৃদয় আহ্বানে। একাধিক গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয় যোগাযোগ রয়েছে তার। বিশেষ উদ্যোগ নিয়ে তৈরি করেছেন রংপুর বুক মিউজিয়াম। রংপুর সাহিত্য পরিষৎ এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্বের সঙ্গে প্রসার করে চলেছেন বাংলা ভাষা এবং সাহিত্যকে।

বইবাড়ি নামক বিশেষ বই সংক্রান্ত কর্মশালার পরিচালক হিসেবেও ধারাবাহিক কাজ করে চলেছেন জাকির আহমদ। সাহিত্যাঙ্গনে দুই বাংলায় তরুণ প্রজন্মের সৃজন চর্যায় বিশেষ মুখ হিসাবেও পরিচিতি লাভ করেছেন তিনি । কবিতা, ছড়া এবং অন্যান্য ক্ষেত্রে তার কাব্যিক চলন নন্দিত করে চলেছে গুণীজন মহলে। ছোট পত্রিকার স্বার্থে লিটলম্যাগ আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।

ভারতে একটি সাহিত্য অনুষ্ঠানে অন্যান্য লেখকদের সাথে জাকির আহমদ। ছবি: সংগৃহীত

সমাজসেবা মূলক কর্মেও তার নিবেদন অনস্বীকার্য, বিশেষ করে রক্তদান পরিষেবা, বই বিতরণ, দুস্থ ব্যক্তিদের সহায়তা করার বিষয়েও কবি এবং সম্পাদক জাকির আহমেদ নিরলস নিজেকে নিযুক্ত রেখেছেন।

ভারত ভ্রমণের সময় অন্যান্য লেখক বন্ধুদের সাথে জাকির আহমদ। ছবি: সংগৃহীত।

সামাজিক মাধ্যমে তার গুণমুগ্ধরা শুভেচ্ছা এবং মঙ্গল বার্তা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, কবি, সাহিত্যিক গুণীজন। পশ্চিমবঙ্গের বিশিষ্ট সমাজকর্মী, কবি এবং সাংবাদিক সুশান্ত নন্দী জাকির আহমেদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করেছেন। মুগ্ধতা ডট কমের সম্পাদক মজনুর রহমান কথাসূত্রে জানিয়েছেন – তরুণ প্রভিভা এবং সৃজন জগতে আগামীতে বহুমুখী কাজে নিযুক্ত জাকির আহমেদের মত প্রতিভার বিচ্ছুরণ বিশেষ দরকার।

কাব্যময়তা সহ🌱

@শুভদীপ রায়
কবি, সাংবাদিক, প্রকাশনা অ্যাডমিনিস্ট্রেটিভ
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত