প্রতিষ্ঠাবার্ষিকী

মুগ্ধতা.কম

৮ ফেব্রুয়ারি, ২০২২ , ৬:৪২ অপরাহ্ণ

মুগ্ধতা ডট কমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর যাবতীয় আয়োজন আমরা খানিকটা ভিন্নভাবে করেছি। ভাষার মাস ফেব্রুয়ারির আজ প্রথম দিন। এই মাসে পদার্পণের দিনে আমরা আঞ্চলিক ভাষা বা উপভাষার প্রতি খানিকটা যত্নশীল হতে চেয়েছি। অবাধ শিক্ষা-সংস্কৃতির এই সময়ে নিজের মায়ের মুখে শেখা আঞ্চলিক ভাষা যেন হারিয়ে যেতে বসেছে।একটু বড়ো হতেই লোকজন ভুলে যাচ্ছে নিজের আঞ্চলিক ভাষা। অথচ এটি আমাদের বেড়ে ওঠার শেকড়, এসব উপভাষাকে অবলম্বন করেই সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা। ফলে আমরা এবারে বিশেষ সংখ্যা প্রকাশ করছি উপভাষার প্রতি ভালোবাসার টানেই।

একটি বিষয় উল্লেখ করতেই হয়, ভাষার আঞ্চলিকতা মূলত সর্বনাম এবং ক্রিয়াপদের পরিবর্তনে বেশি ঘটে।আবার একই অঞ্চলের জেলায় জেলায় রয়েছে আঞ্চলিক ভাষারই ভিন্ন ভিন্ন স্বরভঙ্গি।ফলে রংপুরের আঞ্চলিক ভাষা ঠিক কোনটি সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে কেউ প্রশ্ন তুলতেই পারে।আমাদের এই সংখ্যাটিতে যে লেখাগুলো এসেছে সেগুলো সবই রংপুর অঞ্চলের ভাষাকে ভিত্তি করে। কিন্তু এই লেখাগুলোতেও রয়েছে শব্দের ভিন্নতা। কাজেই আমরা এগুলোতে তেমন কোনো পরিবর্তন করিনি। বৈচিত্রই তো ভাষার সৌন্দর্য!

প্রতিষ্ঠাবার্ষিকীর এই সুন্দর সময়ে মুগ্ধতা ডট কমের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

“উপভাষা, ভালোবাসা”