সেরা লেখক ও রক্তদাতা সম্মাননা:
আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী মুগ্ধতার তৃতীয় বর্ষপূর্তিতে আমরা ঘোষণা করছি তিনজন সেরা লেখক ও একজন সেরা রক্তদাতার তথ্য প্রদানকারীর নাম। লেখদের সম্মাননা দেওয়া হচ্ছে এক বছরে গুগল থেকে প্রাপ্ত প্রকৃত ভিউয়ের ভিত্তিতে।
সেরা তিন লেখক ও লেখা:
১. প্রিয় বন্ধু রকিব আর ফিরবে না আড্ডায় – আসহাদুজ্জামান মিলন
২. পরকীয়া – রবীন জাকারিয়া
৩. প্রযত্নে নীলা – ডা.ফেরদৌস রহমান পলাশ
এছাড়া ‘মুগ্ধতা ব্লাড ব্যাংক’-এ সর্বোচ্চ সংখ্যক রক্তদাতার তথ্য প্রদান করায় বিশেষ সম্মাননা পাবেন মুস্তাফিজ রহমান।
সম্মানিত লেখকগণকে সময়মতো তাঁদের সম্মাননা উপহার ও সনদ পৌঁছে দেওয়া হবে।