স্বাধীনতা-দিবস

স্বাধীনতা-দিবস

মুগ্ধতা.কম

২৬ মার্চ, ২০২২ , ১১:৫৬ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা দিবস: বিশেষ ছড়া সংখ্যা

মুগ্ধতা ডট কমের পক্ষ থেকে একটি ছড়া সংখ্যা প্রকাশের কথা ছিল আরও আগে। বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। স্বাধীনতা দিবসের এই আনন্দক্ষণে আমরা চেষ্টা করলাম ছোট্ট একটি ছড়া সংখ্যা প্রকাশ করতে। এছাড়াও আগামীতে অঞ্চলভিত্তিক একটি পূর্ণাঙ্গ সংখ্যা করবার ইচ্ছা রইল। এবারের সংখ্যাটিতে রংপুরের প্রয়াত তিন খ্যাতিমান ছড়াকারের ছড়া অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 

উপদেষ্টা সম্পাদক: ফেরদৌস রহমান পলাশ 

সম্পাদক: মজনুর রহমান 

নির্বাহী সম্পাদক: রেদওয়ান শুভ 

বিশেষ সংখ্যা সম্পাদক: আহমেদ অরণ্য 

মহান স্বাধীনতা দিবস বিশেষ ছড়া সংখ্যা