পৃথিবীতে আমরাই এক জাতি, যারা ভাষার জন্য জীবন দিতে পারি, আবার সেই ভাষার প্রতি চরম উদাসীনতাও দেখাতে পারি। আমরা শুদ্ধ বানান চর্চা করতে চাই না। বিভিন্ন কাজে বানানের প্রসঙ্গ এলে বলি, চলুক, বুঝলেই হলো! ব্যাকরণ চর্চার কথা এলে আমরা বলি, ওটা না পড়েও আমরা বাংলা জানি। ভাষা নিয়ে এত এত বক্তৃতা করি, অথচ বিদেশি ভাষা (more…)