শ্যামলী বিনতে আমজাদের একগুচ্ছ ছড়া
অন্তঃসারশূন্য
বিবেক ভেজেছি বেগুনের মত
বুদ্ধিকে ডুবো তেলে,
গরম ঘি-ভাতে ওসবের সাথে
হজম দারুণ মেলে।
সব খেয়ে আজ শক্তি ভীষণ
দাপট আমার হাই,
নিঁখুত সমাজে আমার মতন
কয়জন আছো ভাই?
_______________________
ছুটি
তুমি চলেছো মেঘ ছুঁয়ে ছুঁয়ে
আমি চলেছি রথে,
জানা আছে ফের
দেখা হবে ঠিক-
ভিন্ন দুটি পথে।
দিক হারিয়ে ঠাঁয় দাঁড়িয়ে
মাছ খোঁজা ওই বক,
দিনশেষে সে ও
বেঁচে যায় ঠিকই-
নয়তো আহাম্মক।
যে যাই করি ফিরতে হবে
পড়বে যখন ডাক,
সব পিছুটান হটিয়ে দিয়ে
হয়ে যাব নির্বাক।
___________________________
চাকরির ভাষা
ভাইভা ঘরে ইংরেজিটা
এখন কমন খুব,
বাংলা ভাষার জায়গা সেথায়
নেই, দিয়েছে ডুব।
মায়ের ভাষা আর ভাসে না
ভাইভা নদে আজ,
চাকরিটা তাই হচ্ছে না ভাই
কপাল জুড়ে ভাঁজ !
________________________
ফাঁকি
এটা জানি, ওটা জানি
সেটা অজানা !
জানা অজানার মান
হয় না জানা ।
একে জানি,ওকে জানি
জানা কত বাকি !
নিজেকে জানা নিয়ে
দেই শত ফাঁকি ।
_______________________
কালের অহংকার
ছুটছে সময় আলোর বেগে
কীসের তাড়া তার?
কোথায় যে তার ঘর বাড়ি আর
কীসের অহংকার?
থামতে বলি, নেয় না কানে
কালা কি তার কান?
কার ডাকে সে যাচ্ছে ছুটে
কীসের এত টান?
_____________________
পোকা বার্তা
চালে পোকা ডালে পোকা
পোকা আম পাড়াময়,
কাঠে পোকা নাটে পোকা
পোকা আজ তাড়া নয়-
খেয়ে নেবে তোকে যে..
ফুলে পোকা কুলে পোকা
পোকা খুব জ্বালাময়,
পেঁপে পোকা মেপে পোকা
শিগগিরই সাড়া নয়
হাতে পোকা দাতে পোকা
পোকা আজ মাথাময়,
ডানে পোকা বামে পোকা
পোকা খুব যা তা নয়
বিবেকের শোকেজে !