বই-সংবাদ

বই-সংবাদ

মুগ্ধতা প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩ , ১০:০৪ অপরাহ্ণ

মুগ্ধতা প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি, ২০২৩ , ৭:২০ অপরাহ্ণ

মাসুম মোরশেদের প্রেমের উপন্যাস ‘কেউ একজন আছে’

কেউ একজন আছে একটি প্রেমের উপন্যাস। নিকটাত্মীয় দুই পরিবারের ছেলে-মেয়ে। ক্লাসমেট। সম্পর্কে ভাই-বোন হলেও বন্ধুর মতো মিশত। মেয়েটির বিয়ে ঠিকঠাক। চূড়ান্তমুহূর্তে মেয়েটির মনে হয় তার সে ভাই, ক্লাসমেট, বন্ধুকে ছাড়া সে থাকতে পারবে না। কৌশলে বিয়েটা ভেঙে দেয়। 

লেখক তাঁর উপন্যাসে সংশয় ও ভয় এবং মানসিক অস্থিরতা আর ঘাত-প্রতিঘাতের মধ্যে ভালোবাসাকে সুন্দর মহিমাময় করে তোলার চেষ্টা করেছেন।

“কেউ একজন আছে”- উপন্যাসটি রংপুরের আইডিয়া প্রকাশন থেকে প্রকাশ হয়েছে। প্রচ্ছদ করেছেন মোহতারিমা মেধা।

মাসুম মোরশেদ

একুশে বইমেলা’২০২৩,  ৫১০ নং স্টল, আইডিয়া প্রকাশনে পাওয়া যাচ্ছে। ৯৬ পৃষ্ঠার বইটি মূল্য ৩০০টাকা। মেলায় ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে। বইটি রকমারিডটকম, দারাজসহ লেখকের ব্যক্তিগত ০১৭১৪-২৫৬৬৮২ বা ০১৩০১১১০৮২৭ সেলফোনে যোগাযোগ করে পেতে পারেন।

এই লেখক এবং কবির অন্যান্য বইগুলোও মেলায় পাওয়া যাচ্ছে।

● গল্পগ্রন্থ: যে জন প্রিয়জন ( আইডিয়া প্রকাশন, রংপুর। প্রচ্ছদ: ধ্রুব এষ।)

● কবিতা গ্রন্থ; টেকসই বসন্ত চাই (পূর্বা প্রকাশনী, ঢাকা। প্রচ্ছদ: চারুপিন্টু। ৫৮৮ নং স্টল)

● কবিতাগ্রন্থ: বসন্ত বাও(রংপুরের আঞ্চলিক ভাষার। পূর্বা প্রকাশনী, ঢাকা। প্রচ্ছদ: চারুপিন্টু। ৫৮৮ নং স্টল।)

মুগ্ধতা প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি, ২০২৩ , ৩:৩৫ অপরাহ্ণ

শিস খন্দকারের নতুন কবিতার বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি শিস খন্দকাররের দ্বিতীয় কবিতার বই ‘সংসার ও দেহসমগ্র’। প্রকাশনা প্রতিষ্ঠান মূর্ধন্য বইটি বাজারে এনেছে।
বইটিতে শিস খন্দকারের বাছাই করা বেশকিছু কবিতা রাখা হয়েছে। নির্ঝর নৈঃশব্দ আকর্ষণীয় প্রচ্ছদ করেছেন।
বইমেলায় মূর্ধন্য’র ২৬৪-২৬৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
এছাড়াও ২৫% ছাড়ে এবং ‘নগদ’ পেমেন্টে ২১% ক্যাশব্যাকে পাওয়া যাচ্ছে রকমারিতে। এর আগে ২০১৭ খ্রিষ্টাব্দে শিস খন্দকারের প্রথম কবিতার বই ‘আয়নায় অলীক সঙ্গম’ প্রকাশ করেছিল পাতাপ্রকাশ, রংপুর। সেই বইটি মেলায় পাওয়া যাবে পাতা প্রকাশের ৫৫৭ নম্বর স্টলে।
**

বই : সংসার ও দেহসমগ্র
লেখক : শিস খন্দকার
ধরন : কবিতা
প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য
মূল্য : ২০০ টাকা
প্রকাশনী : মূর্ধন্য
স্টল : ২৬৪-২৬৫

মুগ্ধতা প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:৩৩ পূর্বাহ্ণ

বইমেলায় সোমের কৌমুদীর নতুন বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি সোমের কৌমুদীর দ্বিতীয় কবিতার বই ‘নৌকার পাটাতনে ঘুমায় প্রহর’। প্রকাশনা প্রতিষ্ঠান পাতাপ্রকাশ থেকে বইটি বের হয়েছে।
দুই ফর্মার বইটিতে বাছাই করা ২৬ টি কবিতা রাখা হয়েছে। সৌহাত রাশেদিন সৌখিনের আকর্ষণীয় প্রচ্ছদে নামলিপি করেছেন আবিদ করিম মুন্না।
বইমেলায় পাতাপ্রকাশের ৫৫৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এর মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। তবে মেলা চলাকালীন ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে বইটি।
একই প্রকাশনী থেকে ২০১৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছিল কবির প্রথম কাব্যগ্রন্থ ‘জোছনা রাঙা বৃষ্টি’।

***

বই: নৌকার পাটাতনে ঘুমায় প্রহর
কবি: সোমের কৌমুদী
ধরন: কবিতা
প্রকাশনী: পাতা প্রকাশ
স্টল নম্বর: ৫৫৭
প্রচ্ছদ: সৌহাত রাশেদিন সৌখিন
নামলিপি: আবিদ করিম মুন্না
দাম: ১৫০ টাকা