সাহিত্য সংবাদ

সাহিত্য সংবাদ

মুগ্ধতা প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩ , ১০:০৪ অপরাহ্ণ

মুগ্ধতা প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৩ , ১১:৫৯ অপরাহ্ণ

চিকিৎসক ও প্রাবন্ধিক ডা. অপূর্ব চৌধুরী’র দশম বই

নিজের শরীর সম্পর্কে জানতে কার না আগ্রহ আছে! মানব শরীরের জটিল কাজগুলো কেমন করে হয়, শরীরবিদ্যার রহস্যময় এই আকর্ষণীয় জগৎটি সবসময়ই মানুষের কাছে ছিল চিত্তাকর্ষক । হৃদয়ের স্পন্দন থেকে শুরু করে মস্তিষ্কের নিউরন পর্যন্ত ঘটে যাওয়া অসংখ্য বিষয় কেন ঘটে, কীভাবে ঘটে, কিংবা কী ঘটে, ডা. অপূর্ব চৌধুরী’র “শরীরের যত কেন” বইটি মানবদেহের এমনসব দৈনন্দিন জটিলতাগুলোকে গভীরভাবে বর্ণনা করে তার পেছনের রহস্যগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন ।

বইটি আমাদেরকে বুঝতে সাহায্য করে কীভাবে আমরা আমাদের শরীর ভালো রাখতে পারি, অসুস্থতা প্রতিরোধ করতে পারি । শরীরের বিভিন্ন অঙ্গ এবং সিস্টেমগুলো কিভাবে কাজ করে, তা বোঝার মাধ্যমে, আমাদের খাদ্য, ব্যায়াম এবং সামগ্রিক জীবন-যাত্রা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারি।

বইটি আমাদেরকে দৈনন্দিন জীবনের বিভিন্ন অসুস্থতা এবং সমস্যার লক্ষণগুলোকে চিনতে এবং তার সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে তোলে । যখন আমরা বুঝতে পারি যে – আমাদের শরীর কীভাবে কাজ করে এবং কোন একটি সমস্যা হলে এটি কেন হয়, তখন আমরা অসুস্থতা কিংবা সমস্যার লক্ষণগুলো শনাক্ত করতে এবং উপযুক্ত চিকিৎসায় যত্ন নেওয়ার সাথে নিজেদের শরীরকে সেভাবে প্রস্তুত করতে সক্ষম হই ।

ডা. চৌধুরী’র লেখা এবং প্রকাশের শৈলী সাবলীল । বিজ্ঞান এবং শরীর বিজ্ঞানকে সরল ভাষায় প্রকাশ করলে দৈনন্দিন জীবনকে আরও সহজ ভাবে বুঝতে সাহায্য করে । “শরীরের যত কেন” বইটি তেমন করে পাঠকদেরকে গাইড দিয়ে শরীরের আভ্যন্তরীণ প্রক্রিয়াটিকে সহজভাবে সামনে এনে আলোচনা করার চেষ্টা করেছেন । তথ্যপূর্ণ, সুন্দর গদ্য এবং আকর্ষণীয় ভাবে বিজ্ঞানকেও গল্প বলার ঢংয়ে লেখক দেহতত্ত্বের বিষয়কেও জীবন্ত করে তুলে এনেছেন ।

সহজে বোধগম্য ভাষা, জটিলতা পরিহার করে নিটোল গদ্যের মাধ্যমে লেখক পাঠকদেরকে এমনভাবে শরীরের বিভিন্ন ক্রিয়া-কলাপ সম্পর্কে গাইড এবং ব্যাখ্যা দিয়েছেন, যাতে করে স্নায়ুতন্ত্রের জটিলতা থেকে এন্ডোক্রাইন সিস্টেমের জটিলতাগুলোর সাথে সম্পর্কিত নিজের দেহকেও বুঝতে আগ্রহী হয়ে ওঠে ।

বইটিতে আছে সেসব বিষয়ের উপর সর্বশেষ গবেষণার তথ্য, আবিষ্কার, পরীক্ষা, এমনকি সেই বিষয়ে পাঠকদের করণীয় । আপনি একজন পেশাজীবী চিকিৎসক কিংবা একজন মেডিকেল ছাত্র অথবা শরীর ও বিজ্ঞান সম্পর্কে জানতে আগ্রহী সাধারণ যে কেউ হন না কেন, শরীরের এই আশ্চর্যজনক যন্ত্র সম্পর্কে জানতে বইটি আপনার জানাকে সমৃদ্ধ করার সাথে সাথে মানবদেহের ক্ষমতা সম্পর্কেও বিস্মিত করে দেবে ।

শরীরের যত কেন
ডা. অপূর্ব চৌধুরী

প্রকাশনী : ভাষাচিত্র প্রকাশনী
প্রচ্ছদ : সারাজাত সৌম
মলাট মূল্য : ৩৭৫ টাকা
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩

চিকিৎসক ও প্রাবন্ধিক ডা. অপূর্ব চৌধুরী'র দশম বই

মুগ্ধতা প্রতিবেদক

২৪ মার্চ, ২০২২ , ৮:৫০ পূর্বাহ্ণ

আজ শুরু হচ্ছে রংপুর বইমেলা 


স্থানীয় লেখকদের নিজেদের আয়োজনে আজ বৃহস্পতিবার রংপুরে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা। বিকেল চারটায় রংপুর টাউন হল চত্বরে মেলার উদ্বোধন করবেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। মেলা চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। মেলার আয়োজক সম্মিলিত সমাজ, রংপুর। লেখকদের আয়োজনে এটি পঞ্চম মেলা।

বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনজিল মুরাদ লাভলু জানিয়েছেন, এবার মেলায় ১৬ টি স্টল থাকছে। সবগুলোই রংপুরের স্থানীয় সাহিত্য সংস্কৃতিক সংগঠন এবং প্রকাশনা প্রতিষ্ঠান। মেলামঞ্চে প্রতিদিন থাকবে নানা অনুষ্ঠান। লেখক, পাঠক ও বইপ্রেমীদের নিয়মিত মেলায় আসতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আজ শুরু হচ্ছে রংপুর বইমেলা

মুগ্ধতা প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২ , ১২:৪৩ অপরাহ্ণ

ডা. অপূর্ব চৌধুরীর চিকিৎসা বিষয়ক নতুন বই ‘রোগ ও আরোগ্য’

পড়তে ভালো না লাগা বিজ্ঞান বইয়ের প্রধান বাধা । পাঠকের সেটাই ভালো লাগে – যা সহজ করে ভাবা যায়, তাকে সহজ করে পড়তে পারা। সাথে যদি থাকে মজার মজার তথ্য, পড়ার আনন্দকে করে স্বাভাবিকতা । ডা. অপূর্ব চৌধুরী’র ‘রোগ ও আরোগ্য’  চিকিৎসা এবং বিজ্ঞানকে সব ধরনের পাঠকের কাছে সহজ করে তুলে ধরতে ভাষাচিত্র প্রকাশনীর তেমন একটি প্রয়াস ।

ডা. অপূর্ব চৌধুরী তার কলমের প্রাঞ্জল ধারায় “রোগ ও আরোগ্য” বইটিতে দুই ডজন আর্টিকেলে সাবলীলভাবে তুলে ধরেছেন প্রাত্যহিক জীবনের  সাথে সংযুক্ত শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয় ।

চিকিৎসক, কথাসাহিত্যিক এবং বিজ্ঞান লেখক অপূর্ব চৌধুরীর এটি নবম বই ।

 

বইয়ের নাম: রোগ ও আরোগ্য

দৈনন্দিন জীবনে সুস্থ থাকার উপায় 

 

লেখক: ডা. অপূর্ব চৌধুরী

প্রকাশক: ভাষাচিত্র প্রকাশনী

অমর একুশে গ্রন্থমেলা ২০২২

বইটি রকমারি তে প্রি-অর্ডার করা যাবে

 

[বইমেলা বা তার আগে-পরে প্রকাশিত বই নিয়ে তথ্য দিন মুগ্ধতা ডট কমকে, প্রকাশ করা হবে যত দ্রুত সম্ভব- সহযোগী সম্পাদক]

 

ডা. অপূর্ব চৌধুরীর চিকিৎসা বিষয়ক নতুন বই ‘রোগ ও আরোগ্য’

মুগ্ধতা প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২২ , ১০:২৬ অপরাহ্ণ

মুগ্ধতা.কম

৯ আগস্ট, ২০২০ , ৯:৫২ অপরাহ্ণ

ছড়াকার শহীদুর রহমান বিশুর মৃত্যুতে শোক

বিশিষ্ট ছড়াকার ও সংগঠক একেএম শহীদুর রহমান বিশু আর নেই। ৯ আগস্ট রবিবার ভোরে রংপুরের পাকপাড়ার বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ছড়াকার শহীদুর রহমান

ছড়াকার শহীদুর রহমান

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র সন্তান ও ২ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর কেরামতিয়া জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। জানাজা ও দাফন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মো. জুননুন, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, লেখক রানা মাসুদ, অধ্যাপক শাহ্ আলমসহ, রেজাউল করিম মুকুলসহ লেখক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

একেএম শহীদুর রহমান বিশুর জন্ম রংপুরের মুন্সিপাড়ায় ১৯৪১ সালের ১৯ জানুয়ারী। সুস্থ সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষে ১৯৭৮ খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন অভিযাত্রিক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। ২০০৩ সাল পর্যন্ত টানা এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৮৪-৮৬ তে বাংলাদেশ টেলিভিশন প্রচারিত হয় শহীদুর রহমান বিশুর লেখা ও পরিচালনায় ‘রংপুরের জারী’ ও ‘নাইওরী’ গীতি আলেখ্য দু’টি। স্পর্শ নামে একটি উপন্যাস এবঙ কয়েকটি ছড়ার বই প্রকাশিত হয় তার। প্রস্তুত আছে অসংখ্য পাণ্ডুলিপি। সবশেষ তিনি ‘উত্তরমেঘ’ সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়াও নিয়মিত স্থানীয় ও জাতীয় দৈনিক ও ছোট কাগজে ছড়া কবিতা লিখেছিলেন।  ভারতের শিলিগুড়ি, আসাম, গৌরীপুর, ঢাকা ও পাবনায় বিভিন্ন সংগঠক কর্তৃক পদকপ্রাপ্ত হয়েছেন। ২০১১ সালে তিনি পান রংপুর পৌরসভার সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড এবং বিভাগীয় লেখক পরিষদের গুণী সাহিত্যিক সম্মাননা পান।

শহীদুর রহমান বিশুর মৃত্যুতে অভিযাত্রিক, বিভাগীয় লেখক পরিষদ, রঙ্গপুর সাহিত্য পরিষৎ, ছড়া সংসদ, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্ব শোক জানিয়েছেন।

মুগ্ধতা.কম

১৪ জুলাই, ২০২০ , ৮:৫৯ অপরাহ্ণ

রংপুর কোয়ান্টাম ফাউন্ডেশন মুক্তিযোদ্ধাসহ করোনায় মৃত ১৪ লাশ দাফন

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে করোনা যুদ্ধে শহিদ হন মুক্তিযোদ্ধা আবুল কাশেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গত ১২ জুলাই রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত আবুল কাশেম রংপুর সিটি কর্পোরেশনের অধীন কেল্লাবন্দ সর্দারপাড়া এলাকার বাসিন্দা। করোনাভাইরাস ছাড়াও তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

১২ জুলাই রোববার রাত বারোটার দিকে পূর্ণ ধর্মীয় ও সামাজিক মর্যাদায় তার দাফন সম্পন্ন করে কোয়ান্টাম ফাউন্ডেশন রংপুরের দাফনসেবা টিমের স্বেচ্ছাসেবীরা। দাফনের আগে জেলা প্রশাসনের প্রতিনিধি একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

দেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশন। এপ্রিল মাসের শুরুতে করোনায় মৃতদের ব্যাপারে সাধারণের মনে যখন এক ধরণের নেতিবাচকতা কাজ করছিল, তখন করোনায় মৃতকে যথাযোগ্য ধর্মীয় ও সামাজিক মর্যাদায় শেষ বিদায় জানাতে এগিয়ে আসে কোয়ান্টাম।

দেশব্যাপী এ পর্যন্ত সহস্রাধিক করোনা ও করোনা সন্দেহে মৃতকে সম্মানজনক শেষ বিদায় জানিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। নারীদের জন্যে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মালম্বীদের জন্যেও কোয়ান্টাম দাফনসেবার আলাদা আলাদা টিম রয়েছে।

রংপুরে এ পর্যন্ত ১৪ জন করোনা শহিদকে পরম মমতায় শেষ বিদায় জানায় রংপুরের দাফনসেবার স্বেচ্ছাসেবীরা। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এ সেবায় গিয়ে এসেছেন তারা।

ফাউন্ডেশনের সদস্যরা জানান, কোয়ান্টাম ফাউন্ডেশনের এ দাফনসেবা কার্যক্রম পুরোটাই পরিচালিত হয় সদস্যদের অর্থায়নে ও শ্রমে। তারা জানা, রংপুরে দাফনসেবার প্রয়োজনে মো. রাকিব উদ্দিন আল-মামুন, সিনিয়র প্রো-অর্গানিয়ার, কোয়ান্টাম ফাউন্ডেশন মোবাইলঃ ০১৭১৭৭১৪৭৬৬- এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। 

রংপুর কোয়ান্টাম ফাউন্ডেশন মুক্তিযোদ্ধাসহ করোনায় মৃত ১৪ লাশ দাফন

মুগ্ধতা.কম

১ জুলাই, ২০২০ , ৯:৫০ অপরাহ্ণ

বিভাগীয় লেখক পরিষদ:
পক্ষকালব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিভাগীয় লেখক পরিষদ পক্ষকালব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বুধবার শুরু হলো বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর পক্ষকালব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০। সকালে নিজ বাড়ির উঠোনে একটি করে জামরুল, কাগজি লেবু ও ঘৃতকাঞ্চন গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, সংগঠনের সাবেক সভাপতি আলহাজ কাজী মো. জুননুন।

পক্ষকালব‍্যাপী এ কর্মসূচীর প্রথমদিনে নগরীর দর্শনা এলাকায় সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ও ছররা সম্পাদক এস এম খলিল বাবু লটকন গাছের চারা, মুলাটোল এলাকায় কবি ও ব্যাংকার হাই হাফিজ একটি দেশি লেবুর চারা, মডার্ণ এলাকায় ছড়াকার ও শিক্ষক লায়লা শিরিনা এবং ভারতের পশ্চিমবঙ্গে কবি ও সম্পাদক সুশান্ত নন্দী একটি দেবদেরু গাছের চারা লাগিয়ে কর্মসূচীতে অংশ নেন।

সাধারণ সম্পাদক জাকির আহমদ জানান, পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা সংগঠনের অনেক কর্মসূচি স্থগিত করেছি অথবা অনলাইনে করেছি। এরই ধারাবাহিকতায় আমরা আহবান করছি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ এর।

সংগঠনের সদস্য-অসদস্য নির্বিশেষে সবাই কমপক্ষে একটি করে চারাগাছ রোপন করে কর্মসূচিতে শামিল হোন- এই অনুরোধ রইল। সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও ৮ জেলার কমিটির সদস্যদের এবং শুভাকাঙ্খীদের কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলেও জানান তিনি। কর্মসূচি চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

বিভাগীয় লেখক পরিষদ পক্ষকালব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মুগ্ধতা.কম

২৮ জুন, ২০২০ , ৭:১৯ অপরাহ্ণ

দুঃস্থদের পাশে দাঁড়ালো ‘পাশে আছি’

দুঃস্থদের পাশে দাঁড়ালো 'পাশে আছি'

‘হাত পেতে চাওয়া কিংবা ভিক্ষা নয় স্বাবলম্বী হতে চেষ্টা করি’- এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে দুঃস্থদের সহায়তায় এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘পাশে আছি।’

সংগঠনের উদ্যোগে ২৮ জুন রবিবার সকালে রংপুর নগরীর পার্বতীপুর এলাকায় কয়েকজন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় ব্যবসায় সামগ্রী। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাটারি চালিত ভ্যান, সেলাই মেশিন এবং নগদ টাকা।

সকালে এলাকার ঈদগাহ মাঠে এসব সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. মুস্তাফিজুর রহমান, কবি হেলেন আরা সিডনী, লেখক ও চিকিৎসক ফেরদৌস রহমান পলাশ, লেখক ও সংগঠক জাকির আহমদ, রিফাত হোসেন রিহান প্রমুখ।

সময় নগরীর পার্বতীপুর পশ্চিম পাড়া এলাকার নাজমুল হোসেন রনিকে একটি ব্যাটারি চালিত ভ্যান, শতরঞ্জি পাড়ার শিউলি বেগমকে সেলাই মেশিন এবং গনেশপুরের ক্ষুদ্র ব্যবসায়ী মর্জিনা বেগমের হাতে নগদ ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

সংগঠনের অন্যতম উদ্যোক্তা হেলেন আরা সিডনী বলেন, বরাবরই বিভিন্ন দুর্যোগে আমরা দুঃস্থদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এবার করোনাকালে অনেক মধ্যবিত্ত পরিবারও বিভিন্ন কাজে যোগ দিতে বাধ্য হয়েছে। বন্ধ হয়ে গেছে অনেকের ব্যবসা। এর মধ্যেই আমরা খবর পাই, নগরীর এইসব মানুষদের খুবই সাহায্যের প্রয়োজন। যদিও আমাদের সহায়তা প্রাপ্ত ব্যক্তির সংখ্যা কম, কিন্তু আমরা চেষ্টা করেছি এ তিনজনকেই এবারের মতো স্বাবলম্বী হবার পথ করে দেবার।

ভবিষ্যতে এরকম সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ড. মোস্তাফিজার রহমান ও লেখক ফেরদৌস রহমান পলাশ।

সংগঠক জাকির আহমেদ সমস্ত ভালো উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

দুঃস্থদের পাশে দাঁড়ালো 'পাশে আছি'

মুগ্ধতা.কম

১ মে, ২০২০ , ২:৩৯ অপরাহ্ণ

চলতি সংবাদ শিরোনাম

মুগ্ধতায় চোখ রেখে এক নজরে জেনে নিন চলতি সময়ের সংবাদ শিরোনামগুলো

» দেশে গত ১০ দিনে আক্রান্ত প্রায় ৫ হাজার, মোট ৮২৩৮।। ২৪ ঘন্টায় দুজনের মৃত্যু, সনাক্ত ৫৭১ – বাংলানিউজ ও বাংলা ট্রিবিউন

» ৭ হাজার কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর – বাংলা ট্রিবিউন

» করোনা ভাইরাস : গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার – বিবিসি বাংলা

» সাতক্ষীরা: মেয়ের জন্য পাত্র দেখতে গিয়ে গণধর্ষণের শিকার বিধবা – বাংলানিউজ২৪.কম

» ইলিশ আহরণে আজ থেকে মেঘনায় নামছে জেলেরা – বাংলা ট্রিবিউন

» করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋন দিচ্ছে এডিবি – প্রথম আলো

» প্রাণঘাতী করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে – জাগোনিউজ২৪.কম

» করোনা মোকাবিলায় আরও সোয়া ৬ কোটি টাকা ও ১০ হাজার টন চাল বরাদ্দ – জাগোনিউজ২৪.কম

» করোনা বাতাসেও ছড়ায়, এই বাস্তবতা মানতে হবে: সায়েন্সডিরেক্ট – বাংলানিউজ২৪.কম

» টেকনাফে হানা দেওয়া পোকা পঙ্গপাল নয়: কৃষি মন্ত্রণালয় – প্রথম আলো 

» আমেরিকায় লকডাউনের বিরুদ্ধে সশস্ত্র বিক্ষোভ – আল জাজিরা

» চীনই করোনা ছড়িয়েছে, প্রমাণ পেয়েছি: ট্রাম্প – বাংলানিউজ২৪.কম

» করোনা ভাইরাস মানুষের তৈরি, এমন প্রমাণ পাওয়া যায় নি : আমেরিকার গোয়েন্দা সংস্থা – আল-জাজিরা

» কিম জন উনকে দুই সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না : পম্পেও – এনকে নিউজ

» তেলের উৎপাদন কমাতে সৌদি আরবকে ট্রাম্পের হুমকি! – বাংলানিউজ২৪.কম

 

চলতি সংবাদ শিরোনাম - ১ মে ২০২০

মুগ্ধতা.কম

৩০ এপ্রিল, ২০২০ , ১১:২১ পূর্বাহ্ণ

চলতি সংবাদ শিরোনাম 

মুগ্ধতায় চোখ রেখে এক নজরে জেনে নিন চলতি সময়ের সংবাদ শিরোনামগুলো

» পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ পিএসসি’র – জাগোনিউজ২৪.কম

» এমপিওভুক্তির তালিকায় অযোগ্য শনাক্ত ১১১ শিক্ষাপ্রতিষ্ঠান – জাগোনিউজ২৪.কম

» করোনা ভাইরাসে মৃত বেড়ে ১৬৮, নতুন সনাক্ত ৫৬৪ – জাগোনিউজ২৪.কম

» বাংলাদেশে কোয়ারেন্টিনে আছেন ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ – বিবিসি

» করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একইদিনে রাজধানীতে দুই পুলিশ সদস্যের মৃত্যু – ইত্তেফাক

» নতুন করে ৯৮২ কারিগরি ও মাদরাসা এমপিওভুক্ত – জাগোনিউজ২৪.কম

» করোনা: অষ্টম দেশ হিসেবে মৃতের সংখ্যা এক লাখ ছাড়ালো রাশিয়া – জাগোনিউজ২৪.কম

» সমিতির উদ্যোগ: ঋণ পেতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ২৮০০ আইনজীবী – জাগোনিউজ২৪.কম

» লালমনিরহাটের হাতিবান্ধা: এক মাস দোকান বন্ধ, জুতার বাক্সে ২০০ গোখরা – জাগোনিউজ২৪.কম

» বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের ‘পাইপ অর্গান’: ট্রাম্প – হিন্দুস্থান টাইমস

» লকডাউন তুলে নিচ্ছে ভারত – জাগোনিউজ২৪.কম

» যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে প্রথম কোভিড-১৯ মৃত্যু ধরা পড়েছে, মালদ্বীপেও একজন মারা গেছেন – বিবিসি 

» চলে গেলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর – ইত্তেফাক 

» চীনের ভাইরাসের ল্যাবগুলো পরীক্ষা করতে চায় যুক্তরাষ্ট্র: পম্পেও – ইত্তেফাক 

» নির্বাচিত হলে জেরুজালেম থেকে দূতাবাস সরিয়ে নেয়া হবে না: মার্কিন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন – ইত্তেফাক 

» চীন আমাকে নির্বাচনে হারাতে চায়: ট্রাম্প – ইত্তেফাক 

 

চলতি সংবাদ শিরোনাম-৩০ এপ্রিল ২০২০

মুগ্ধতা.কম

২৯ এপ্রিল, ২০২০ , ২:২৪ অপরাহ্ণ

চলতি সংবাদ শিরোনাম

মুগ্ধতায় চোখ রেখে এক নজরে জেনে নিন চলতি সময়ের সংবাদ শিরোনামগুলো

» ভয়াল ২৯ এপ্রিল আজ: ১৯৯১ সালে ঝড়ে উপকূল লণ্ডভণ্ড হওয়ার দিন – সকল গণমাধ্যম 

» দেশে করোনায় ২৪ ঘন্টায় আরও ৮ মৃত্যু, নতুন সনাক্ত ৬৪১: আইইডিসিআর – বিডিনিউজ২৪.কম

» করোনায় শিক্ষা ব্যহত, মানসিক চাপে ৯১ ভাগ শিশু- তরুণ : ওয়ার্ল্ড ভিশনের জরিপ – প্রথম আলো 

» সাংবাদিক হুমায়ুন কবির (খোকন) মারা গেছেন – প্রথম আলো

» কর্মস্থলে যোগ দিয়ে পোশাককর্মী জানলেন তিনি করোনা পজেটিভ – বিডিনিউজ২৪.কম

» আগামী এক বছর কৃষি ঋণের সুদ ৪ শতাংশ – ইত্তেফাক

» ১৫ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত – বিডিনিউজ২৪.কম

» বলিউড অভিনেতা ইরফান খান আর নেই – বাংলানিউজ২৪.কম

» আড়াইশ’ কারখানায় এখনও বেতন হয়নি, শিগগিরই দেওয়ার আশ্বাস – বাংলা ট্রিবিউন

» সিরিয়ায় রমজানের মধ্যেই ট্রাকবোমা হামলা, নিহত ৪৬ – প্রথম আলো

» কোভিড-১৯: যুক্তরাজ্যে আজ থেকে দিনে এক লাখ টেস্ট – বিবিসি

» আজ মাস্ক সদৃশ গ্রহাণু পৃথিবী অতিক্রম করবে – বিবিসি

» করোনা ভাইরাস : চীনের গাফিলতি তদন্ত করছে যুক্তরাষ্ট্র – বিবিসি

» করোনা ভাইরাস প্রতি বছর ফিরে আসতে পারে: চীনা গবেষণা – হিন্দুস্থান টাইমস

» পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় ইসরাইলের দখলদারিত্বকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র – ইত্তেফাক

 

চলতি সংবাদ শিরোনাম - ২৯ এপ্রিল ২০২০

মুগ্ধতা.কম

২৮ এপ্রিল, ২০২০ , ১০:৩৫ পূর্বাহ্ণ

চলতি সংবাদ শিরোনাম 

মুগ্ধতায় চোখ রেখে এক নজরে জেনে নিন চলতি সময়ের সংবাদ শিরোনামগুলো-

» জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই – প্রথম আলো 

» নতুন করে করোনায় আক্রান্ত ৫৪৯, মৃত ৩ – বাংলানিউজ২৪.কম

» জীবাণুনাশ ইনজেকশনের কথা ঠাট্টা করে বলা: ট্রাম্প – বাংলানিউজ২৪.কম

» রোজা সামনে রেখে দফায় দফায় বাড়া পেঁয়াজের দাম আবার কমতে শুরু করেছে – জাগোনিউজ২৪.কম

» করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পান, ইরানে ৭২৮ জনের মৃত্যু – জাগোনিউজ২৪.কম

» ২ মে খুল‌ছে সব কারখানা, গ্রামের শ্রমিক না আসার পরামর্শ বিকেএমইএর – জাগোনিউজ২৪.কম

» করোনা থেকে বাঁচতে আত্মগোপনে কিম! – জাগোনিউজ২৪.কম

» কিম এর স্বাস্থ্য সম্পর্কে ভালো ধারণা আছে, কিন্তু এর বেশি বলা যাবে না: ট্রাম্প – এনকে নিউজ

» করোনাভাইরাসের রোগী নেই উহান শহরে: চীনা কর্তৃপক্ষ – বিবিসি 

 

চলতি সংবাদ শিরোনাম-২৮ এপ্রিল ২০২০

মুগ্ধতা.কম

২৭ এপ্রিল, ২০২০ , ৪:০৫ অপরাহ্ণ

চলতি সংবাদ শিরোনাম

মুগ্ধতায় চোখ রেখে এক নজরে জেনে নিন চলতি সময়ের সংবাদ শিরোনামগুলো-

» পরিস্থিতি না বদলালে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ: শেখ হাসিনা – বিবিসি বাংলা

» মে মাসে বাংলাদেশ থেকে করোনা বিদায়ে পূর্বাভাস গবেষকদের – বাংলানিউজ২৪.কম

» কিম জং উন বেঁচে আছেন, দাবি দক্ষিণ কোরিয়ার – বাংলানিউজ২৪.কম

» করোনায় গত ২৪ ঘন্টায় আরও মৃত ৭ জন, নতুন সনাক্ত ৪৯৭ – বাংলানিউজ২৪.কম

» নয়াদিল্লি : প্লাজমা দানে আগ্রহী তাবলিগের সদস্যরা – প্রথম আলো

» কারখানা খুলেছে, শ্রমিকেরা কর্মস্থলে ফিরছেন – প্রথম আলো

» চোখের মধ্যেও কয়েক সপ্তাহ টিকে থাকতে পারে করোনা: গবেষণা – বাংলা ট্রিবিউন

» মহামারি ঠেকাতে চীন থেকে ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন – বাংলা ট্রিবিউন

» রমজানে মুসলিমদের বেশি করে ইবাদত করতে বললেন মোদি – বাংলা ট্রিবিউন

» সেপ্টেম্বর পর্যন্ত পেছাতে পারে এইচএসসি – জাগোনিউজ২৪.কম

» দীর্ঘদিন পর কাজে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন – জাগোনিউজ২৪.কম

» মামলার ভার্চুয়াল শুনানির উদ্যোগ সুপ্রিম কোর্টের – জাগোনিউজ২৪.কম

» করোনার দায়িত্বে মিলবে অতিরিক্ত তিন মাসের বেতন – জাগোনিউজ২৪.কম

» নিউজিল্যান্ড থেকে আপাতত বিদায় নিয়েছে করোনা ভাইরাস – বিবিসি

» সৌদি আরবে কিশোর অপরাধের জন্য মৃত্যুদণ্ড স্থগিত – বিবিসি

» ফ্রান্স, ইতালি ও স্পেন লকডাউন শিথিলের প্রস্তুতি নিচ্ছে – দ্য গার্ডিয়ান

 

চলতি সংবাদ শিরোনাম

মুগ্ধতা.কম

১৪ এপ্রিল, ২০২০ , ৬:৫৩ অপরাহ্ণ

#মুগ্ধতা_সাহিত্য প্রতিযোগিতা

আমরা নিয়ে এলাম আপনার ব্যস্ততা বাড়ানোর ফন্দি! অবরুদ্ধ সময়ে বসে বসে গল্প, কবিতা আর ছড়া লিখুন। নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করুন। নিচে হ্যাশট্যাগ #মুগ্ধতা_সাহিত্য দিন। এরপর আপনার কয়েকজন লেখক বন্ধুকে মেনশন করুন লিখতে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। এই সময়কালের মধ্যে আপনি যতবার ইচ্ছা লিখতে পারবেন।

লেখাগুলো নতুন হতে হবে আর পূর্বে ফেসবুক বা অন্য কোন মাধ্যমে প্রকাশিত হওয়া চলবে না। ইতোমধ্যে সেগুলো পর্যায়ক্রমে প্রকাশ হতে থাকবে mugdhota.com – এ।

৩০ এপ্রিলের পরে কী হবে? আমরা গল্প, কবিতা আর ছড়া-প্রত্যেক শাখা থেকে আলাদা করে কয়েকজনকে পুরস্কৃত করবো ঘোষণা দিয়ে।

তবে শুধু পুরস্কারের আশাতেই সবাই লিখবেন এমনও না, কেউ কেউ আমাদের পুরস্কারের চেয়েও বড় মানের লেখক আছেন, তারা এমনিতেই আমাদের উৎসাহিত করতে লিখবেন!

তাহলে আর দেরি করছেন কেন? শুরু করে দিন! আর হ্যাঁ, আপডেটগুলো জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, পারলে রিকমেন্ড করুন!

দ্রষ্টব্য: যে কোন লেখা বাতিল করার ক্ষমতা মুগ্ধতা ডট কম সংরক্ষণ করে।

#মুগ্ধতা_সাহিত্য প্রতিযোগিতা

মুগ্ধতা.কম

১৩ এপ্রিল, ২০২০ , ৭:৫৯ অপরাহ্ণ

আজ বাংলা নববর্ষ : স্বাগত ১৪২৭ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ মঙ্গলবার যুক্ত হয়েছে নতুন বছর। আজ পহেলা বৈশাখ। একটি নতুন বছরের শুভ সূচনা। শুভ নববর্ষ। স্বাগত ১৪২৭।

পহেলা বৈশাখ

বাঙালীর প্রাণের উৎসবে পরিণত হওয়া নববর্ষে এবার থাকছে না কোন বহিরাঙ্গন অনুষ্ঠান। ১৯৬৭ সালে শুরু করে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট কেন্দ্রীয়ভাবে বর্ষবরণ শুরুর পরে ১৯৭১ সালের পর এবারই অনুষ্ঠান বাতিল করেছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে শুধুমাত্র কিছু টেলিভিশন অনুষ্ঠান ছাড়া ঘরের বাইরে বিশেষ কোনো আয়োজন না রেখেই আজ মঙ্গলবার সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। আজ সরকারি ছুটির দিন।

এবছর ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান সরকারি ও বেসরকারি সব টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হবে বলে গতকাল সোমবার জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা হতে প্রচার করা হবে।

এ বছর রমনা পার্কের বটমূলে বিশ্বকবি রাবীন্দ্রনাথের বিখ্যাত গান ‘এসো হে বৈশাখ এসো এসো’ গেয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেবেন না ছায়ানটের শিল্পীরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশাল জনসমাগম এড়ানোর জন্য অনুষ্ঠানগুলো স্থগিত করা হয়েছে। চলমান দুর্যোগের সময়ে রমনার বটমূলে বাংলা নববর্ষ উদযাপন করা হবে না বলে ১ এপ্রিল জানিয়েছিল ছায়ানট।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ জনসমাগম এড়াতে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিল।

বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা।

রাষ্ট্রপতি জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে করোনা মোকাবিলা করার আহ্বান জানান।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাকে। আমি স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ভাই- মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের ছোট্ট শেখ রাসেলকে- কামাল ও জামালের নবপরিণীতা বধু –সুলতানা কামাল ও রোজী জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরসহ সকল শহিদকে।

বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে পয়লা বৈশাখের বহিরাঙ্গণের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। কারণ, ইতোমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে।

তিনি বলেন, ইতঃপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করবো।

এসময় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমরা ঘরে বসেই এবারের নববর্ষের আনন্দ উপভোগ করবো। কবিগুরুর কালজয়ী গান ‘‘এসো হে বৈশাখ, এসো এসো/মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা” গেয়ে আহ্বান করবো নতুন বছরকে। অতীতের সকল জঞ্জাল-গ্লানি ধুয়ে-মুছে আমরা সামনে দৃপ্ত-পায়ে এগিয়ে যাবো; গড়বো আলোকোজ্জ্বল ভবিষ্যত।

তিনি বলে, করোনা ভাইরাসের যে গভীর আঁধার আমাদের বিশ্বকে গ্রাস করেছে, সে আঁধার ভেদ করে বেরিয়ে আসতে হবে নতুন দিনের সূর্যালোকে। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় তাই বলতে চাই:

মেঘ দেখ কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে,
হারা শশীর হারা হাসি
অন্ধকারেই ফিরে আসে।

শেখ হাসিনা আরও বলেন, সমগ্র বাংলাদেশে এবং প্রবাসে বাঙালিরা বাংলা নববর্ষ আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। রাজধানীতে রমনা পার্ক, চারুকলা চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানসহ নগরীর নানা স্থান মানুষের ভিড়ে মুখরিত থাকে এদিনটি। গ্রামীণ মেলা, হালখাতাসহ নানা অনুষ্ঠানে গোটা দেশ মেতে উঠে। তবে এবার সবাইকে অনুরোধ করবো কাঁচা আম, জাম, পেয়ারা, তরমুজ-সহ নানা মওসুমী ফল সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করুন। আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না। অযথা কোথাও ভিড় করবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, পরিবারের সদস্যদের রক্ষা করুন।

মূলত, কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন গণনার শুরু মোঘল সমরাট আকবরের সময়ে। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌর সনের ওপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন।

ইতিহাস:

১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথমদিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলাবর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে।

পাকিস্তান শাসনামলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানের। আর ষাটের দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের মাধ্যমে।

দেশ স্বাধীনের পর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। উৎসবের পাশাপাশি স্বৈরাচার-অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। যা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।

বর্তমান পরিপ্রেক্ষিতে নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে। পহেলা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠে সারাদেশ। কাল বর্ষবরণের এ উৎসব আমেজে মুখরিত থাকবে বাংলার চারদিক। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে বাঙালি মিলিত হবে তার সর্বজনীন এই অসাম্প্রদায়িক উৎসবে। দেশের পথে-ঘাটে, মাঠে-মেলায়, অনুষ্ঠানে থাকবে কোটি মানুষের প্রাণের চাঞ্চল্য, আর উৎসব মুখরতার বিহ্বলতা।

নববর্ষ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। জাতীয় সংবাদপত্রগুলো বাংলা নববর্ষের বিশেষ দিক তুলে ধরে ক্রোড়পত্র বের করবে। সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে নববর্ষকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

 

পহেলা বৈশাখ

মুগ্ধতা.কম

৩১ মার্চ, ২০২০ , ৫:২৬ অপরাহ্ণ

১০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

রংপুরের কয়েকটি সাহিত্য-সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এবং ব্যক্তিগত কয়েকজনের সহযোগিতায় রংপুর নগরীর কয়েকটি এলাকা মিলে একেবারে হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে।

প্রথম দফায় ৪ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু ও ১ টি সাবান করে সরবরাহ করা হয়।

দ্বিতীয় দফায় চাল ডাল আলু ও সাথে তেল প্রদান করার সিদ্ধান্ত হয়।

এসব বিতরণে মৌচাক পরিবার, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রংপুর মহানগর শাখা, জাতীয় কবিতা পরিষদ রংপুর ও পাশে আছি সংগঠন উদ্যোক্তা হিসেবে কাজ করে।

আর্থিক সহযোগিতায় ও বিতরণে উপস্থিত ছিলেন মৌচাক প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক রেজাউল করিম মুকুল, বিশিষ্ট কথাসাহিত্যিক, লেখক ও সংগঠক রানা মাসুদ, মৌচাক উপদেষ্টা ও রাজনৈতিক নেত্রী আলেয়া খাতুন লাভলী, মৌচাক উপদেষ্টা ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রনি, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, অভিযাত্রিক সংগীত একাডেমির পরিচালক গীতিকার ও শিল্পী ফারহান শাহীল লিয়ন, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। সহযোগিতায় এগিয়ে আসেন পাশে আছি সংগঠনের পক্ষে হেলেন আরা সিডনি, বিশিষ্ট ছড়াকার আসাফা সেলিম, কবি কামরুন নাহার রেনু, মৌচাক উপদেষ্টা সাহিনা সুলতানা, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুলসহ অনেকে।

 

১০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

মুগ্ধতা.কম

২৭ মার্চ, ২০২০ , ২:০৪ অপরাহ্ণ

বিভাগীয় লেখক পরিষদের জরুরী চিকিৎসা সেবা

দেশের বর্তমান করোনা ভাইরাস আতঙ্কের প্রেক্ষিতে ফোনে ও অনলাইনে জরুরী চিকিৎসা পরামর্শ সেবার উদ্যোগ নিয়েছে বিভাগীয় লেখক পরিষদ, রংপুর। আজ ২৭ মার্চ শুক্রবার সংগঠনের এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিষদের নিম্নলিখিত চিকিৎসক সদস্যগণ বর্তমান অবস্থায় ফোন/ অনলাইনে জরুরী চিকিৎসা পরামর্শ দেবেন। তারা হলেন,

» ডা. ফেরদৌস রহমান পলাশ : ০১৭১২৫৬৪৭৬১ (বিশেষ করে শিশুদের সমস্যায়, fb.com/dr.ferdous.pmch)

» ডা. জিল্লুর রাব্বি: ০১৭১১০৭৬২৫৪ (fb.com/Zillurrabbi.co)

» ডা. শাহেদুজ্জামান লিংকন: ০১৭২১৭০০৭৫৮ (fb.com/shaheduzzaman.lingkon) এবং

» ডা. মোস্তারী বেগম মিতা: ০১৮৬৮৮৬৭৯৬৭ (fb.com/ovimani.kheya)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা সাধারণ সর্দি, কাশি, জ্বর বা এ জাতীয় সমস্যা অথবা শিশুদের কোন সমস্যায় ডাক্তার খুঁজে পাচ্ছেন না তারা এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন অথবা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন। এ ধরণের সমস্যায় এখন প্রথমেই ডাক্তার / হাসপাতালে না যাওয়াই উত্তম।

এছাড়া অনেক সময় এমন হয়- কারও ডায়াবেটিস বা প্রেসার কম বেশি হচ্ছে কিন্তু ওষুধ অ্যাডজাস্ট করার ডাক্তার পাচ্ছেন না তারাও এই সেবা নিতে পারবেন বলেও জানানো হয়েছে।

জরুরী সহায়তা তহবিল :

খবর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের উদ্যোগে সীমিত পরিসরে একটি সহায়তা তহবিল গঠন করা হয়েছে। কারও আশেপাশে যদি এমন কোন অসহায় পরিবার দেখেন যারা বাড়িতে থাকার কারণে কর্মহীন এবং খাবার যোগাড় করতে পারছে না/ সরকারি কোন ভাতা পাচ্ছে না তাহলে দয়া করে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে জানাবেন।

অথবা

জাকির আহমদ (সাধারণ সম্পাদক )-০১৭১০৪৯০৪৬০,

এসএম সাথী বেগম (সিনিয়র সহ সভাপতি)-০১৭১২৯৩৩২৪১,

শামসুজ্জামান সোহাগ(সাংগঠনিক সম্পাদক)-০১৭২১৭৬৪৪৭৯ এবং

শরিফুল আলম অপু (অর্থ বিষয়ক সম্পাদক)- ০১৭১৮৫০৬০০২ নম্বরগুলোতে জানাতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া এই তহবিলে স্বচ্ছল ব্যক্তিদের সাধ্যমতো সহায়তা দিতেও অনুরোধ জানানো হয়েছে।

সাহায্য পাঠাবার নম্বর:

হিসাব নম্বর: ১৩০১৭/২, বিভাগীয় লেখক পরিষদ, রংপুর, জনতা ব্যাংক লিমিটেড, লালবাগ বাজার শাখা, রংপুর।

বিকাশ নম্বর: ০১৭২৮৭৫৩৫৭৬, ০১৭১৮৫০৬০০২, ০১৭২১৭৬৪৪৭৯।

 

মুগ্ধতা.কম

১৬ মার্চ, ২০২০ , ৫:০৮ অপরাহ্ণ

সাহিত্যিক রকিবুল হাসান বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত।

প্রয়াত সাহিত্যিক ও শিক্ষাবিদ রকিবুল হাসান বুলবুলের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ১৬ মার্চ সোমবার। তিনি ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ হিসেবে অবসরের পর তিনি মৌচাক পত্রিকার উপদেষ্টা, ছড়া সংসদ রংপুরের উপদেষ্টা, রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সহ-সভাপতি, দুপ্রক রংপুরের সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। লিটল ম্যাগাজিন, সাহিত্য সংগঠন, সামাজিক সংগঠন ও নাট্য সংগঠনসহ মোট ১৬ টি সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন এর সভাপতিত্বে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন দুপ্রক রংপুরের সভাপতি সুশান্ত চন্দ্র খাঁ, প্রফেসর মোঃ শাহ আলম, বনমালি পাল, মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, লেখক আনোয়ারুল ইসলাম, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, এডভোকেট মুনির চৌধুরী, রংপুর বেতারের সংগীত প্রযোজক এ কে এম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, ছান্দসিক সহ-সভাপতি রশিদুস সুলতান বাবলু, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ও মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, অ্যাডভোকেট শিরিনা, দিলারা হোসেন দুলালী, মতিয়ার রহমান, প্রফেসর আকলিমা বেগম, তাসমিন আফরোজ নিশি, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাত্বিক শাহ আল মারুফ, সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, দুয়ার স¤পাদক এস এম সাথী বেগম, ফিরেদেখা স¤পাদক মাসুদ রানা সাকিল, লেখক সংসদ রংপুরের সহ-সম্পাদক আহসান হাবিব রবু, ছান্দসিক সাধারণ সম্পাদক মমিন উদ্দিন পাটোয়ারী, স্বর্ণনারী এসোসিয়েশনের সভাপতি সারথী রানী সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন মৌচাক সহকারী সম্পাপদক কবিরাজ ইসমাইল মোল্লা, ছররা সম্পাদক এস এম খলিল বাবুসহ অনেকে। সঞ্চালনা করেন বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ। তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী রাজু।

উল্লেখ্য স্মরণ সভার আয়োজন করে সাহিত্যের কাগজ মৌচাক, ছররা, ফিরে দেখা, অভিযাত্রিক, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ, লেখক সংসদ, লেখক সংসদ, শিখা সংসদ, স্বর্ণনারী এসোসিয়েশন, সুজন রংপুর, রঙ্গপুর সাহিত্য পরিষৎ, বিভাগীয় লেখক পরিষদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুর, পেশাজীবী পরিষদ রংপুর, ছান্দসিক, ছড়া সংসদ রংপুর।

সাহিত্যিক রকিবুল হাসান বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত।

মুগ্ধতা.কম

১৬ মার্চ, ২০২০ , ১১:৫৩ পূর্বাহ্ণ

ছড়া পত্রিকা ছররা’র মোড়ক উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শতবর্ষ উপলক্ষে রংপুরে ছড়া সাহিত্য বিষয়ক প্রকাশনা ছররা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে ছররা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাহিত্যের কাগজ মৌচাকের প্রধান উপদেষ্টা প্রাবন্ধিক রেজাউল করিম মুকুল, ইতিহাস সম্মিলন রংপুরের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মোঃ রফিক হাসনাইন, অ্যাডভোকেট শামীমা আক্তার শিরিন, শিল্পপতি ও সমাজসেবক রবিউল ইসলাম রবি। সভাপতিত্ব করেন ছররা’র সম্পাদক এস এম খলিল বাবু। স্বাগত বক্তব্য রাখেন ছররা’র সহকারী সম্পাদক ডাঃ ফেরদৌস রহমান পলাশ। বক্তব্য দেন ছড়া সংসদ রংপুর এর সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাহিত্য সম্পাদক রানাা, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ, হাই হাফিজ, এটিএম মোর্শেদ, অভিযাত্রিক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, এস এম শহিদুল ইসলাম, এস এ অপু, বিলকিস, শ্রাবন বাঙ্গালী, বিমলেন্দু রায়। সঞ্চালনা করেন সোহানুর রহমান শাহিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছররা প্রকাশনার ২০ বছরে ছড়া ও ছড়া সাহিত্যে বিশেষ অবদান রেখে চলেছে। প্রকাশনাটির ধারাবাহিকতায় সকলের সহযোগিতা কামনা করা হয়।